• বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪২৯
থাইল্যান্ডেও বৈধতা পেল গাঁজা

ছবি : সংগৃহীত

বিদেশ

থাইল্যান্ডেও বৈধতা পেল গাঁজা

  • ডেস্ক রিপোর্ট
  • প্রকাশিত ২৭ ডিসেম্বর ২০১৮

এবার থাইল্যান্ডে বৈধতা পেল গাঁজা। এশিয়ার প্রথম দেশ হিসেবে গাঁজা সেবনকে অনুমোদন দিয়েছে দেশটির পার্লামেন্ট। এই অনুমোদনকে থাই জনগণের জন্য নববর্ষের উপহার হিসেবে অভিহিত করেছেন এই আইনপ্রণেতা। তবে এটি শুধু চিকিৎসকের অনুমোদন নিয়ে সেবন করা যাবে। 

গত মঙ্গলবার দেশটির সংসদে ১৯৭৯ সালের মাদক নিয়ন্ত্রণ আইন সংশোধনের মাধ্যমে এ বিষয়ে একটি বিল পাস হয়। আপাতত সেখানে গবেষণায় এবং ওষুধ বানানোর ক্ষেত্রে গাঁজা ব্যবহার করা হবে। টেলিভিশনে প্রচারিত সংসদীয় ভাষণে খসড়া কমিটির চেয়ারম্যান সোমচাই সাওয়াংকার্ন বলেন, জাতীয় আইন পরিষদের পক্ষ থেকে এটি থাইল্যান্ড সরকার ও তার জনগণের জন্য নববর্ষের উপহার। আগামী বছর আইনটি বাস্তবায়নের পর গাঁজা উৎপাদন এবং বাজারজাতকরণের বিষয়ে চিন্তাভাবনা করবে সরকার।

দক্ষিণ-পূর্ব এশিয়ায় মাদক সেবন বা সঙ্গে রাখার জন্য বিশ্বের সবচেয়ে কঠোর আইনগুলো রয়েছে। থাইল্যান্ডে ১৯৩০ সাল পর্যন্ত শারীরিক ব্যথা ও ক্লান্তি দূর করার জন্য গাঁজা সেবন করা ছিল প্রচলিত রীতি। কিন্তু ১৯৩৫ সালে গাঁজা সেবন, পরিবহন কিংবা বাজারজাতকরণের ওপর নিষেধাজ্ঞা আরোপ হয়। আইন অনুযায়ী গাঁজা উৎপাদন বা পরিবহন দণ্ডনীয় অপরাধ বলে গণ্য হতো এবং দায়ী ব্যক্তিকে সর্বোচ্চ ১৫ বছরের কারাদণ্ড কিংবা ৪০ হাজার ৫০০ ইউরো পর্যন্ত জরিমানা গুনতে হতো।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads