• বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪২৯
সিরিয়া থেকে সেনা প্রত্যাহারের সিদ্ধান্ত পুনর্বিবেচনা ট্রাম্পের

ছবি : সংগৃহীত

বিদেশ

সিরিয়া থেকে সেনা প্রত্যাহারের সিদ্ধান্ত পুনর্বিবেচনা ট্রাম্পের

  • ডেস্ক রিপোর্ট
  • প্রকাশিত ০১ জানুয়ারি ২০১৯

সিরিয়া থেকে মার্কিন সেনা প্রত্যাহারের আকস্মিক সিদ্ধান্ত পুনর্বিবেচনা করছেন দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গতকাল ট্রাম্পের সঙ্গে এক বৈঠক শেষে সিএনএনকে দেওয়া সাক্ষাৎকারে শীর্ষ রিপাবলিকান সিনেটর লিন্ডসে গ্রাহামে এ কথা জানিয়েছেন। তবে সিরিয়া থেকে সেনা প্রত্যাহারের সিদ্ধান্ত থেকে ট্রাম্প পুরোপুরি সরে আসেননি বলে নিশ্চিত করেছেন তিনি।

সম্প্রতি ট্রাম্প সিরিয়ায় আইএসকে পরাজিত করা হয়েছে এমন ঘোষণা দিয়ে সেখান থেকে তিন মাসের মধ্যে মার্কিন সেনা প্রত্যাহারের সিদ্ধান্ত জানান। এতে যুক্তরাষ্ট্রের গুরুত্বপূর্ণ মিত্রদের মধ্যে নেতিবাচক প্রতিক্রিয়া দেখা দেয়। নিজের প্রশাসনের মধ্যেও সমালোচনার মুখে পড়েন মার্কিন প্রেসিডেন্ট। হঠাৎ সেনা প্রত্যাহারের সিদ্ধান্ত আইএসের পুনরুত্থান ঘটাবে বলেও মন্তব্য করেন অনেকে। এমনকি এ সিদ্ধান্তের জেরে পদত্যাগ করেন প্রতিরক্ষামন্ত্রী জিম ম্যাটিস।

প্রেসিডেন্ট ট্রাম্প এবং মার্কিন জয়েন্ট চিফ অব স্টাফের চেয়ারম্যান জেনারেল জোসেফ ডানফোর্ডের সঙ্গে মধ্যাহ্নভোজন শেষে গ্রাহাম জানান, প্রেসিডেন্ট এখন সেনা প্রত্যাহারের বিষয়টি নিয়ে ‘ধীরে চলো’ নীতিতে এগোতে চান। আর এটিই বুদ্ধিমত্তার কাজ। তবে সিরিয়ায় ট্রাম্প তার লক্ষ্যের ব্যাপারেও অবিচল বলে জানান তিনি। আর সেটি হলো সেখান থেকে সেনাদের ফিরিয়ে আনা এবং আইএসকে চিরতরে পরাজিত করা।

গ্রাহাম বলেন, সেনা প্রত্যাহারের সিদ্ধান্ত থেকে সরে না এলেও এ ব্যাপারে বাস্তবতা বিবেচনার জন্য এই সিদ্ধান্ত নিয়েছেন ট্রাম্প। সাম্প্রতিক ইরাক সফর সিরিয়ায় আইএসের সত্যিকারের অবস্থা সম্পর্কে ট্রাম্পের চোখ খুলে দিয়েছে বলে মন্তব্য করেন গ্রাহাম। তিনি আরো বলেন, প্রেসিডেন্ট আইএসকে পরাজিত করতে অঙ্গীকারবদ্ধ।

এদিকে বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, সিরিয়ার তুরস্ক সীমান্তবর্তী মানবিজের আকাশে এখন যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন বাহিনীর আকাশযানগুলোর তৎপরতা দৃশ্যমান হতে পারে। ২০১৬ সালে মার্কিন বাহিনীর সহায়তায় মানবিজের দখল নেয় কুর্দিপন্থি বিদ্রোহীরা। ট্রাম্পের ঘোষণার পরও সেখানকার রাস্তায় সশস্ত্র কুর্দি বিদ্রোহীদের টহল দিতে দেখা গেছে। 

এদিকে মানবিজে সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদের অনুগত বাহিনীর প্রবেশের দাবি নাকচ করে দিয়েছে মার্কিন বাহিনী। ইউএস সেন্ট্রাল কমান্ডের মুখপাত্র লেফটেন্যান্ট কর্নেল আল ব্রাউন বলেছেন, মানবিজ শহরে সামরিক বাহিনীর পরিবর্তনের ভুল তথ্য সত্ত্বেও যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন সামরিক জোট এমন দাবির কোনো সত্যতা পায়নি। তিনি বলেন, সব পক্ষকেই মানবিজের অখণ্ডতা এবং সেখানকার বাসিন্দাদের সুরক্ষার প্রতি সম্মান দেখাতে হবে। কুর্দি বিদ্রোহীদেও প্রধান পৃষ্ঠপোষক ও অস্ত্র সরবরাহকারী যুক্তরাষ্ট্র। সিরিয়ার তুরস্ক সীমান্তবর্তী মানবিজ শহরে ২০১৬ সাল থেকে কুর্দি বাহিনী মোতায়েন রয়েছে। সেখানে তাদের সহায়তা করছে মার্কিন ও ফরাসি সেনারা।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads