• বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪২৮
গালি দিলেই হবে জেল-জরিমানা

ছবি : সংগৃহীত

বিদেশ

গালি দিলেই হবে জেল-জরিমানা

  • ডেস্ক রিপোর্ট
  • প্রকাশিত ১০ জানুয়ারি ২০১৯

কাউকে উদ্দেশ করে খারাপ শব্দ উচ্চারণ বা গালি দিলে যেতে হতে পারে জেলে। গুনতে হতে পারে বেশ বড় অংকের জরিমানা। এমনই হচ্ছে সংযুক্ত আরব আমিরাতে। গত দুই মাসে দেশটিতে গালি দেওয়ার দায়ে তিনজন ব্যক্তিকে কারাগারে যেতে হয়েছে কিংবা জরিমানা দিয়ে খালাশ পেয়েছেন। খবর গালফ নিউজ।

গত অক্টোবরে এক ব্যক্তি সামাজিক যোগাযোগ মাধ্যম হোয়াটস অ্যাপে এক নারীকে ‘হাবলা’ বলায় তার নামে মামলা হয়। এ কারণে জরিমানা গুণতে হয় ২০ হাজার দিরহাম। এছাড়া চলতি মাসের শুরুতে শারজায় ফুটবল ম্যাচ চলাকালীন এক ব্যক্তি তার সহকর্মীকে নগণ্য বলায় তার বিরুদ্ধে মামলা হয়।

অভিযুক্তদের দাবি, মজা করার জন্যই তারা এ ধরনের শব্দ ব্যবহার করেছেন। কিন্তু যাদের কাছে এসব বার্তা বলা বা পাঠানো হয় তারা তা গুরুতরভাবে নিয়েছেন। দেশটিতে সামাজিক যোগাযোগ মাধ্যমে কারো কাছে আপত্তিকর কিছু পাঠালে সেটাকে সাইবার ক্রাইম হিসেবে বিবেচনা করা হয়। অভিযুক্তরা আড়াই থেকে ১০ লাখ দিরহাম জারিমানা অথবা কারাদণ্ডে দণ্ডিত হতে পারেন।

মোহাম্মদ আজব নামের এক আইনজীবী বলেন, কাউকে হেয়প্রতিপন্ন করার ক্ষেত্রে কি ধরণের শাস্তি হবে  তা নির্ভর করে সেটা মুখোমুখি বা প্রত্যক্ষভাবে হয়েছে নাকি অনলাইন অথবা সামাজিক মাধ্যমে হয়েছে। কাউকে সরাসরি হেয়প্রতিপন্ন করা হলে সেটা ফৌজদারি আইন অনুযায়ী শাস্তিযোগ্য অপরাধ। কিন্তু যখন সেটা অনলাইন কিংবা সামাজিক মাধ্যমে হবে তখন তা সাইবার ক্রাইম আইনের আওতায় চলে যাবে। যেখানে কঠোর শাস্তি ও জরিমানার ব্যবস্থা আছে।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads