• শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪২৯
মিসরে ২৩শ বছর আগের ৪০ মমি উদ্ধার

ছবি : সংগৃহীত

বিদেশ

মিসরে ২৩শ বছর আগের ৪০ মমি উদ্ধার

  • ডেস্ক রিপোর্ট
  • প্রকাশিত ০৪ ফেব্রুয়ারি ২০১৯

মিসরে দুই হাজার ৩০০ বছরের পুরনো ৪০টি মমি পাওয়া গেছে। দেশটির রাজধানী কায়রোর দক্ষিণে অবস্থিত মিনায়া অঞ্চলে মমিগুলোর সন্ধান পাওয়া যায়। মমিগুলো তোলেমাইক যুগের বলে জানিয়েছে দেশটির পুরাতত্ত্ব মন্ত্রণালয়। খবর বিবিসি ও আনন্দবাজার পত্রিকার।

উদ্ধার করা মমিগুলোর মধ্যে ১২টিই শিশুর। ধারণা করা হচ্ছে, মমিগুলো ৩০৫ খ্রিস্টপূর্বের। সম্প্রতি মিনায়ার এল গাবেল তুনার ৩০ ফুট গভীরে চারটি সমাধিকক্ষ থেকে মমিগুলো উদ্ধার করা হলেও পুরাতত্ত্ব বিভাগের মন্ত্রিসভা গত শনিবার বিষয়টি প্রকাশ করে। বিভাগীয় মন্ত্রী খালেদ এল এনি বলেন, মিনায়ার একটি ভূগর্ভস্থ কক্ষ থেকে প্রাপ্তবয়স্ক মানুষ, শিশু ও পশুদের মমি উদ্ধার হয়েছে। সেখানে মেঝেতে বা খোলা মাটির কফিনে রাখা ছিল মমিগুলো। কয়েকটি মমি লিনেন কাপড় দিয়ে মোড়ানো ছিল। আর কয়েকটি ছিল পাথর ও কাঠের কফিনে। 

কর্মকর্তারা জানান, মমিগুলো বেশ ভালো অবস্থায় ছিল। এগুলো কাদের মমি সে সম্পর্কে এখনো কিছু জানা যায়নি। তবে মমি করার পদ্ধতি দেখে বোঝা যায়, মমির ব্যক্তিরা অনেক মর্যাদাপূর্ণ অবস্থানে ছিলেন। মমিগুলোতে সেই সময়ের হাতের কিছু লেখা সংযুক্ত ছিল। ধারণা করা হচ্ছে, তৎকালীন সময়ের সাধারণ মানুষ লেখার জন্য এই অক্ষরগুলো ব্যবহার করত। মমিগুলো দেখতে বিভিন্ন দেশের রাষ্ট্রদূতসহ অসংখ্য মানুষ হাজির হয়। মিনায়া ইউনিভার্সিটির প্রত্নতাত্ত্বিক স্টাডিজ গবেষণা কেন্দ্রের একটি যৌথ অভিযানে প্রত্নতাত্ত্বিক এই নিদর্শন পাওয়া যায়।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads