• শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪২৯
বিতর্কিত চিকিৎসক হলেন ট্রাম্পের স্বাস্থ্য উপদেষ্টা

ট্রাম্প ও রনি জ্যাকসন

ছবি : সংগৃহীত

বিদেশ

বিতর্কিত চিকিৎসক হলেন ট্রাম্পের স্বাস্থ্য উপদেষ্টা

  • ডেস্ক রিপোর্ট
  • প্রকাশিত ০৪ ফেব্রুয়ারি ২০১৯

বিতর্কিত এক চিকিৎসককে নিজের প্রধান স্বাস্থ্য উপদেষ্টা হিসেবে নিয়োগ দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গত শনিবার হোয়াইট হাউজ একথা জানায়। বিতর্কিত চিকিৎসক রনি জ্যাকসন যুক্তরাষ্ট্রের নৌবাহিনী ছিলেন। খবর বিবিসি ও সিএনএন। 

দ্য গার্ডিয়ানে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে, গত বছরের এপ্রিলে রনি জ্যাকসনকে স্বাস্থ্য উপদেষ্টা হিসেবে মনোনীত করেন ট্রাম্প। এরপর মন্টানাভিত্তিক ডেমোক্র্যাট নেতা জন টেস্টার রনি জ্যাকসনের বিরুদ্ধে নানা অভিযোগ সংবলিত একটি নথি প্রকাশ করেন। ওই নথিতে জ্যাকসনের সঙ্গে কাজ করেছেন এমন ২০ জনের সাক্ষাৎকার রয়েছে। এতে জ্যাকসনের মাতাল অবস্থার কথা, ভুল চিকিৎসা পরামর্শপত্র দেওয়ার কথা রয়েছে।

কারো কারো অভিযোগ রনি কাজের পরিবেশকে শত্রুভাবাপন্ন করে রাখেন। একজন অভিযোগ করেছেন, তিনি মাতাল অবস্থায় একটি সরকারি গাড়ি ভেঙে দিয়েছিলেন। তবে নিজের বিরুদ্ধে ওঠা সব অভিযোগ অস্বীকার করেন তিনি। অভিযোগের ভিত্তিতে তার বিরুদ্ধে তদন্ত চালিয়ে যাচ্ছে পেন্টাগন। এ ঘটনার প্রায় এক বছর পর এবার সেই রনিকেই স্বাস্থ্য উপদেষ্টা হিসেবে নিয়োগ দিয়েছেন ট্রাম্প।

গত বছর ট্রাম্পের স্বাস্থ্য পরীক্ষায় নিয়োজিত চিকিৎসকদের নেতৃত্ব দিয়েছিলেন রনি। তখন তিনি বলেছিলেন, প্রেসিডেন্টের স্বাস্থ্যের অবস্থা অসাধারণ রকমের ভালো। নাম প্রকাশে অনিচ্ছুক এক হোয়াইট হাউজ কর্মকর্তা জানায়, রনিকে বিশ্বাসযোগ্য স্বাস্থ্য উপদেষ্টা ও চিকিৎসক হিসেবে বিবেচনা করেন ট্রাম্প।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads