• শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪২৮
আমেরিকায় এমন হয় নি আগে

ছবি : সংগৃহীত

বিদেশ

আমেরিকায় এমন হয় নি আগে

  • প্রকাশিত ১১ ফেব্রুয়ারি ২০১৯

তোফাজ্জল লিটন

নওগাঁ ডিসস্ট্রিক্ট এসোসিয়েশন অব ইউএসএ সরস্বতি পূজার আয়োজন করেছিল ১০ ফেব্রুয়ারি। নিউইয়র্কের কুইন্স প্যালেস অনুষ্ঠিত এমন পূজা এর আগে আমেরিকার মানুষ দেখেনি। ধর্মীয় প্রতিষ্ঠানের বাইরে এই প্রথম আমেরিকায় কোনো সামাজিক সংগঠন এমন সার্বজনিন পূজার আয়োজন করে। পুরো অনুষ্ঠানে কোনো বক্তব্য ছিলো না। বিকেলে আনুষ্ঠানিক পূজা শেষ করে রাত ১০ টা পর্যন্ত চলে আবহমান বাংলার গান।

প্রবীন সাংবাদিক সৈয়দ মোহাম্মদ উল্লাহ কমিউনিটির সম্মানিত বয়োজেষ্ঠদের সঙ্গে মঞ্চে উঠে বলেন, বাঙালি জাতি যে অসাম্প্রদায়িক তা প্রমাণ করেছে নওগাঁ জেলার মানুষ। আজ এখানে এসে মনটা ভরে গেলো নানান ধর্মেও মানুষের মধ্যে সম্প্রতি দেখে।

সংগঠনের সভাপতি মাহবুবুর রহমান বলেন, সবাই শুধু মুখে বলে অসম্প্রদায়িকতার কথা। আমারা গঠনতন্ত্রে বলেছি আমরা অসাম্প্রদায়িক সংগঠন। তাই তা কাজে ও পরিনত করেছি। গত বছরও আমরা এই পূজার আয়োজন করেছিলাম। প্রতি বছরই আমরা সব ধর্মের উৎসব আয়োজনের চেষ্টা করবো।

সরস্বতী পূজা অনুষ্ঠানের আহ্বায়ক নিখিল কুমার মন্ডল বলেন, পূজাটি যেন সব ধর্মের মানুষের মিলন মেলায় রুপান্তরিত হয়েছিলো। নাফিসা নূর সাথির সঞ্চালনায় নিউইয়র্কেও ১৪জন শিল্পী ২৮টি গান করেছেন। অন্তত দুইশত মানুষ মানুষ প্রসাদ গ্রহন করেছে, গান শুনেছে। সব মিলিয়ে এই অপূর্ব সম্মিলন আমদের উৎসাহিত করেছে আগামীতে আরো ভালো কাজ করার।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads