• শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪২৯
‘জঙ্গি আস্তানাকে’ মাদরাসা দাবি পাকিস্তানের

ছবি : সংগৃহীত

বিদেশ

‘জঙ্গি আস্তানাকে’ মাদরাসা দাবি পাকিস্তানের

চটেছে ভারতীয় গণমাধ্যম

  • ডেস্ক রিপোর্ট
  • প্রকাশিত ২৫ ফেব্রুয়ারি ২০১৯

ভারত নিয়ন্ত্রিত কাশ্মিরের পুলওয়ামায় ভয়াবহ জঙ্গি হামলার কয়েক ঘণ্টার মধ্যেই তার দায় স্বীকার করে পাকিস্তানি জঙ্গি সংগঠন জইশ-ই-মোহম্মদ। এরপরেই সংগঠনটির সদর দফতর নিয়ন্ত্রণে নেয় ইসলামাবাদ। তবে ইমরান খানের সরকার এখন দাবি করছে, ওই ভবনটি একটি মাদরাসা এবং এর আশপাশের এলাকার সঙ্গে সন্ত্রাসের কোনো সম্পর্ক নেই।

এদিকে পাকিস্তানের নতুন এই দাবিতে ক্ষেপে উঠেছে ভারতীয় সংবাদমাধ্যমগুলো। পাকিস্তানকে সরাসরি পল্টিবাজ বলে দাবি করে বিষয়টিকে নেতিবাচক হিসেবে উল্লেখ করেছে সংবাদমাধ্যমগুলো।

টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদনে বলা হয়েছে, গত বৃহস্পতিবার পাকিস্তান মন্ত্রিসভার তথ্যমন্ত্রী ফাওয়াদ চৌধুরী জানান, ভাওয়ালপুরের মাদরাসাতুল সাবীর এবং জামিয়া-ই-মসজিদ সুবাহানআল্লার নিয়ন্ত্রণ নিয়েছে স্থানীয় প্রশাসন। এই বার্তা সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ার কয়েক ঘণ্টার মধ্যেই অবস্থান বদল করে ইসলামাবাদ। শনিবার নতুন বার্তায় তথ্যমন্ত্রী জানান, দখল নেওয়া চত্বরটি একটি মাদরাসা। সেখানে কোনো সন্ত্রাসবাদী কার্যকলাপ হয় না। ভারত সেটিকে ‘জইশের’ সদর দফতর হিসেবে দেখানোর অপচেষ্টা করছে।

নিজেদের দাবিকে সত্যি প্রমাণ করতে বেশ কয়েকজন স্থানীয় সাংবাদিককে সেখানে নিয়ে যায় ইসলামাবাদ। সেই দলে থাকা এক সাংবাদিক নিজের প্রতিক্রিয়া জানিয়ে বলেন, ‘ছাত্র ও শিক্ষকদের সঙ্গে কথা বলার সময় আমরা তাদের কাছে জইশ-ই মোহম্মদ এবং তাদের কাজকর্ম নিয়ে জানতে চাই। কিন্তু সবাই বিষয়টি এড়িয়ে যান। ভাব গতিক দেখে মনে হচ্ছিল আমাদের যাওয়ার আগে তাদের শিখিয়ে পড়িয়ে রাখা হয়েছে।

এর আগে পাকিস্তানের তথ্য দফতর বিবৃতি দিয়ে জানায়, প্রধানমন্ত্রী ইমরান খানের নেতৃত্বে হওয়া ওই বৈঠকের পরই জইশ-এর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া শুরু হয়েছে। ভাওয়ালপুরের ওই বাড়িতে ৭০ জন শিক্ষক এবং ৬০০ জন ছাত্র আছে। তাদের যাতে কোনো সমস্যা না হয় তা নিশ্চিত করছে পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের পুলিশ।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads