• মঙ্গলবার, ১৬ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪২৯
বিশ্বের সবচেয়ে প্রবীণ জাপানের নারী কানে তানাকা

জাপানের ১১৬ বছর বয়সী নারী কানে তানাকা

সংগৃহীত ছবি

বিদেশ

বিশ্বের সবচেয়ে প্রবীণ জাপানের নারী কানে তানাকা

  • প্রকাশিত ০৯ মার্চ ২০১৯

জাপানের ১১৬ বছর বয়সী নারী কানে তানাকা বিশ্বের সবচেয়ে বয়স্ক ব্যক্তির স্বীকৃতি পেয়েছেন। শনিবার গিনেস ওয়ার্ল্ড রেকর্ড সূত্রে এ কথা জানা গেছে।

কানে তানাকা ১৯০৩ সালের ২ জানুয়ারি জন্ম নেন। ওই বছর রাইট ভ্রাতৃদ্বয় মানবেতিহাসের প্রথম বিমান উড্ডয়ন করেন।

জাপানের পশ্চিমাঞ্চলীয় ফুকুওকার এক নার্সিং হোমে তানাকা বাস করছেন। সিটি মেয়র শচিরো তাকাশিমা ও শুভাকাক্সক্ষীরা মিলে সেখানে তার এ স্বীকৃতি উদযাপন করেছে।

‘জীবনের কোন মুহূর্তটিতে তিনি সবচেয়ে সুখী হয়েছিলেন?’ এমন প্রশ্নের জবাবে তানাকা বললেন, ‘এখন’।

তানাকা ১৯২২ সালে হাইদিও তানাকাকে বিয়ে করেন। তিনি চার সন্তানের জন্ম দেন এবং পঞ্চম একটি সন্তান দত্তক নেন।

কানে প্রতিদিন ভোর ছয়টায় ঘুম থেকে উঠেন এবং বিকেলে অংক নিয়ে পড়াশুনা এবং ক্যালিওগ্রাফির চর্চা করেন।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads