• বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪২৯
নিউজিল্যান্ডের সন্ত্রাসী হামলা নিয়ে ট্রাম্পের বিতর্কিত টুইট

ছবি : সংগৃহীত

বিদেশ

নিউজিল্যান্ডের সন্ত্রাসী হামলা নিয়ে ট্রাম্পের বিতর্কিত টুইট

  • আন্তর্জাতিক ডেস্ক
  • প্রকাশিত ১৬ মার্চ ২০১৯

নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চে দুটি মসজিদে শুক্রবার জুমার নামাজের সময় বন্দুকধারীর হামলায় ৪৯জন নিহত হয়েছে। এ হামলার নিন্দা জানিয়ে শোক প্রকাশ করেছেন বিশ্বের বিভিন্ন দেশের নেতারা।

ট্রাম্পও এ হামলার পর টুইটারে তার অনুভূতি ব্যক্ত করেন। তবে টুইটারে তিনি যা লিখেছেন তা নিয়ে বিতর্ক সৃষ্টি হয়। এ নিয়ে অনেকে তার সমালোচনা করে।

টুইটারে ট্রাম্প এ ঘটনাকে ‘সন্ত্রাসী হামলা’ বলে আখ্যায়িত করেননি। অথচ এর আগে সন্ত্রাসী হামলা নিয়ে টুইট করার বিষয়ে তিনি সবসময় `terror attack`, `terrorism` শব্দগুলো ব্যবহার করেছেন। তিনি নিউজিল্যান্ডের ঘটনাকে `horrible massacre` বলে উল্লেখ করেছেন।

ক্রাইস্টচার্চে মসজিদে হামলাকারী অবশ্য হামলার আগেই তার লেখা ইশতেহারে তিনি ট্রাম্পের একজন সমর্থক হিসেবে দাবি করেন।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads