• শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪২৯
দুবাইয়ের বুর্জ খলিফায় ভেসে উঠলো বাংলাদেশের পতাকা

দুবাইয়ের বুর্জ খলিফায় গতকাল রাত ৯ টা ৪০ মিনিটে ২৫ সেকেন্ডের জন্য ভেসে উঠলো বাংলাদেশের পতাকা

ছবি : সংগৃহীত

বিদেশ

দুবাইয়ের বুর্জ খলিফায় ভেসে উঠলো বাংলাদেশের পতাকা

  • অনলাইন ডেস্ক
  • প্রকাশিত ২৭ মার্চ ২০১৯

৪৯তম মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে বিশ্বের বিভিন্ন দেশের মত দুবাই অবস্থিত বিশ্বের সর্বোচ্চ টাওয়ার বুর্জ খলিফায় প্রদর্শন করা হয়েছে লাল-সবুজের পতাকার আদলে আলোক সজ্জা।

স্থানীয় সময় মঙ্গলবার (২৬ মার্চ) রাত ৯ টা ৪০ মিনিটে এই আলোক সজ্জা প্রদর্শন করা হয়। এরপর ২৫ সেকেন্ড স্থায়ী ছিল এই আলোক সজ্জা।

এই সজ্জায় প্রবাসের বুকে খানিকের জন্য যেন ভেসে উঠেছিল বাংলাদেশ। এ সময় আলোকসজ্জা দেখতে আসা প্রবাসীরা উল্লাসে মেতে উঠেন। বাংলাদেশ বাংলাদেশ চিৎকারে দুবাই প্রকম্পিত হয়। গেল বছর একই সময়ে এই প্রদর্শনী করা হয়েছিল।

সংযুক্ত আরব আমিরাতের প্রেসিডেন্ট খলিফা বিন জায়েদ আল নাহইয়ানের নামে নামকরণ করা ১৬৯ তলাবিশিষ্ট এ ভবনটি ২ হাজার ৭১৬ ফুট উঁচু।

এছাড়াও যথাযথ মর্যাদায় সৌদি আরবের বাংলাদেশ দূতাবাসে উদযাপিত হয়েছে ৪৯তম মহান স্বাধীনতা ও জাতীয় দিবস। দিনের শুরুতেই দূতাবাস চত্বরে পতাকা উত্তোলন করেন রাষ্ট্রদূত গোলাম মসীহ। এ সময় দূতাবাসের সব কর্মকর্তা, কর্মচারী ও বাংলাদেশি অভিবাসীরা উপস্থিত ছিলেন।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads