• বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪২৯
গ্রেফতার হলেন জুলিয়ান অ্যাসাঞ্জ

ছবি : সংগৃহীত

বিদেশ

গ্রেফতার হলেন জুলিয়ান অ্যাসাঞ্জ

  • আন্তর্জাতিক ডেস্ক
  • প্রকাশিত ১১ এপ্রিল ২০১৯

ইকুয়েডর সরকারের সঙ্গে রাজনৈতিক আশ্রয় চুক্তি বাতিলের পর গ্রেফতার হয়েছেন উইকিলিকসের প্রতিষ্ঠাতা জুলিয়ান অ্যাসাঞ্জ। তাকে দ্রুত ওয়েস্ট মিনিস্টার আদালতে হাজির করা হবে বলে জানিয়েছে ব্রিটিশ গণমাধ্যম বিবিসি।

পুলিশ জানায়, আদালতে হাজির হতে ব্যর্থ হওয়ায় অ্যাসাঞ্জকে গ্রেফতার করা হয়েছে। তিনি দীর্ঘ সাত বছর ধরে লন্ডনের ইকুয়েডর দূতাবাসে রাজনৈতিক আশ্রয়ে ছিলেন। কিন্তু সম্প্রতি তার বিরুদ্ধে চুক্তির বেশ কয়েকটি শর্ত ভঙ্গের অভিযোগ আনে ইকুয়েডর কর্তৃপক্ষ। যদিও এসব অভিযোগ বরাবরই অভিযোগ করে আসছে উইকিলিকস কর্তৃপক্ষ।

উইকিলিকস প্রতিষ্ঠার মাধ্যমে যুক্তরাষ্ট্রসহ বিভিন্ন দেশের অতিগোপনীয় নথি প্রকাশ করে বিশ্বজুড়ে ব্যাপক আলোচনার জন্ম দেন অ্যাসাঞ্জ।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads