• শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪২৯
পাকিস্তানে বোমা হামলায় নিহত ২০, আহত অর্ধশত

ছবি : সংগৃহীত

বিদেশ

পাকিস্তানে বোমা হামলায় নিহত ২০, আহত অর্ধশত

  • অনলাইন ডেস্ক
  • প্রকাশিত ১২ এপ্রিল ২০১৯

পাকিস্তানের কোয়েটায় শক্তিশালী বোমা বিস্ফোরণে অন্তত ২০ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন প্রায় অর্ধশত। সংখ্যালঘু হাজারা সম্প্রদায়কে লক্ষ্য করে এ হামলা চালানো হয়েছে বলে দাবি পুলিশের।

এদিকে, হামলার তীব্র নিন্দা জানিয়ে এ ঘটনায় সুষ্ঠু তদন্তের নির্দেশ দিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান।

শুক্রবার (১২ এপ্রিল) স্থানীয় সময় সকাল সাড়ে সাতটায় পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশের কোয়েটায় একটি কাঁচাবাজারে হঠাৎই ভয়াবহ বিস্ফোরণ ঘটে। এতে বেশ কয়েকজন হতাহত হন। গুরুতর আহত অবস্থায় বেশ কয়েকজনকে হাসপাতালে ভর্তি করায় নিহতের সংখ্যা বাড়তে পারে বলে জানানো হয়েছে।

ব্যবসায়ীরা বলেন, সকালে আমরা পণ্যের নিলাম করছিলাম। হঠাৎই আলুর গুদামে বিস্ফোরণটি ঘটে। এরপরই কয়েকজনের ছিন্নবিচ্ছিন্ন লাশ পড়ে থাকতে দেখি। সেখান থেকে আহতদের স্থানীয় হাসপাতালে নিয়ে যাই।

নিহতদের মধ্যে এক নিরাপত্তা বাহিনীর সদস্য, দোকান মালিক ও স্থানীয় লোকজন রয়েছেন। পুলিশ জানায়, সংখ্যালঘু হাজারা সম্প্রদায়কে টার্গেট করেই এ হামলা চালানো হয়। তবে, কারা হামলাটি চালিয়েছে সে বিষয়ে কিছু জানায়নি পুলিশ।

এ ঘটনায় বেশ কয়েকজন হাজারা সম্প্রদায়ের মানুষ মারা গেছেন। নিরাপত্তা বাহিনীরও বেশ কয়েকজন হতাহত হয়েছেন। আমরা তদন্ত শুরু করে দিয়েছি।

হামলার ঘটনায় নিন্দা জানিয়ে দ্রুত ব্যবস্থা নিতে নির্দেশ দিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান। এদিকে, এ ঘটনায় ক্ষতিগ্রস্তদের সবধরনের সহায়তার ঘোষণা দিয়েছেন বেলুচিস্তানের মুখ্যমন্ত্রী জাম কামাল খান।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads