• বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪২৯
কলম্বিয়ায় ভূমিধসে নিহত ১৯

ছবি : সংগৃহীত

বিদেশ

কলম্বিয়ায় ভূমিধসে নিহত ১৯

  • ডেস্ক রিপোর্ট
  • প্রকাশিত ২৩ এপ্রিল ২০১৯

ল্যাটিন আমেরিকার দেশ কলম্বিয়ার দক্ষিণ-পশ্চিমাঞ্চলে এক ভয়াবহ ভূমিধসে অন্তত ১৯ জনের মৃত্যু হয়েছে, নিখোঁজ রয়েছেন আরো ১৪ জন।  রোববার ভোরের এই ঘটনায় আটটি বাড়ি মাটিচাপা পড়েছে। ধ্বংসস্তূপের নিচে আটকাপড়াদের সন্ধানে তল্লাশি চলছে।

জাতীয় ঝুঁকি ব্যবস্থাপনা সংস্থা জানিয়েছে, কাউকা এলাকার রোসাসে ঘটনাস্থলের নিকটস্থ হাসপাতালগুলোতে আহতদের চিকিৎসা দেওয়া হচ্ছে। কয়েক সপ্তাহ ধরে ভারী বৃষ্টিপাতের কারণেই এই ভূমিধস হয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। এর আগে প্রাথমিকভাবে ১৪ জন নিহতের কথা জানানো হয়েছিল।

ভূমিধসে কাকুয়ার রোসাস শহরের বেশ কয়েকটি বাড়ি ধ্বংস হয়ে গেছে। ধ্বংসস্তূপের নিচে আর কেউ চাপা পড়ে আছে কি না তা দেখতে কর্তৃপক্ষ তল্লাশি অব্যাহত রেখেছে। ভূমিধসের আগের দিন ওই এলাকায় প্রবল বৃষ্টি হয়েছিল।

ভূমিধসে স্থানীয় একটি প্রধান সড়ক বন্ধ হয়ে গেছে। মাটি সরিয়ে সড়কটি ফের চালু করার উদ্যোগ নিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ। রোববার দেশটির প্রেসিডেন্ট ইভান দ্যুকে রোসাস শহর পরিদর্শন করেছেন।

ল্যাটিন আমেরিকার দেশগুলোতে প্রায়ই প্রাণঘাতী ভূমিধসের ঘটনা ঘটে। সাধারণত বর্ষাকালে এ ধরনের ঘটনার সংখ্যা বৃদ্ধি পায়।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads