• বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪২৯
ইউক্রেনের প্রেসিডেন্ট নির্বাচনে কৌতুকাভিনেতার জয়

ছবি : সংগৃহীত

বিদেশ

ইউক্রেনের প্রেসিডেন্ট নির্বাচনে কৌতুকাভিনেতার জয়

  • ডেস্ক রিপোর্ট
  • প্রকাশিত ২৩ এপ্রিল ২০১৯

ইউক্রেনের প্রেসিডেন্ট নির্বাচনে কৌতুকাভিনেতা ভ্লাদিমির জেলেনস্কি বিপুল ভোটে জয়ী হয়েছেন। রান-অফ ভোটের ৯০ শতাংশেরও বেশি ব্যালট গণনার পর জেলেনস্কি ৭৩ শতাংশ ভোট পেয়েছেন বলে দেখা গেছে। অপরদিকে ক্ষমতাসীন প্রেসিডেন্ট পেত্রো পোরোশেনকো মাত্র ২৪ শতাংশ ভোট পেয়েছেন। খবর বিবিসির।

ভোটের পর প্রথম বুথ ফেরত জরিপ প্রকাশিত হওয়ার পরই পরাজয় মেনে নেন পোরোশেনকো। তবে রাজনীতি ছাড়বেন না বলে জানিয়েছেন তিনি।

রাজনীতিতে নতুন আসা ৪১ বছর বয়সী জেলেনস্কি বিদ্রূপাত্মক টেলিভিশন সিরিজ ‘সার্ভেন্ট অব দ্য পিপল’-এর জনপ্রিয় অভিনেতা। এই সিরিজে জেলেনস্কির চরিত্রটি আকস্মিকভাবে ইউক্রেনের প্রেসিডেন্ট হয়ে যায়।

গত রোববার রাতে নিজের নির্বাচনী প্রচারণার সদর দফতরে জয় ঘোষণার পর উদ্বেলিত সমর্থকদের জেলেনস্কি বলেন, ‘আমি কখনো তোমাদের নিচু করব না। দাফতরিকভাবে আমি এখনো প্রেসিডেন্ট নই, কিন্তু ইউক্রেনের একজন নাগরিক হিসেবে আমি সোভিয়েত-পরবর্তী সব রাষ্ট্রকে আমাদের দিকে তাকাতে বলতে পারি। সবকিছুই সম্ভব!’

ইউক্রেনের পূর্বাঞ্চলে ইউক্রেনীয় বাহিনীগুলোর সঙ্গে লড়াইরত রাশিয়া-সমর্থিত বিচ্ছিন্নতাবাদীদের সঙ্গে শান্তি আলোচনা ‘পুনরুজ্জীবিত’ করতে পারেন বলে সাংবাদিকদের জানিয়েছেন তিনি।

জীবনমানের পতন ও দ্রব্যমূলের ঊর্ধ্বগতি ঠেকাতে দুর্নীতি সমূলে উচ্ছেদ করা হবে বলে ঘোষণা দিয়েছেন তিনি।

এর আগে প্রেসিডেন্ট নির্বাচনের প্রথম পর্বের ভোটে জেলেনস্কি ৩০ শতাংশেরও বেশি ভোট পেয়েছিলেন। দ্বিতীয় স্থানে থাকা তার নিকটতম প্রতিদ্বন্দ্বী পোরোশেনকো ১৫ দশমিক ৯৫ শতাংশ ভোট পান।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads