• শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪২৮
মহাসাগর পার দৃষ্টিহীন নাবিকের

ছবি : সংগৃহীত

বিদেশ

মহাসাগর পার দৃষ্টিহীন নাবিকের

  • ডেস্ক রিপোর্ট
  • প্রকাশিত ২৩ এপ্রিল ২০১৯

প্রশান্ত মহাসাগর পাড়ি দিলেন জাপানের এক দৃষ্টিহীন নাবিক। দুই মাসে একবারও না থেমে একটানা নৌকা চালিয়ে এই অভিযান শেষ করেন তিনি। জাপানের দৃষ্টিহীন নাবিকদের সংগঠন জানিয়েছে, এমন রেকর্ড এই প্রথম।

সান দিয়েগো থেকে ফুকুশিমা- ৫২ বছরের মিতসুহিরো ইয়ামোতো দুই মাসে সাড়ে আট হাজার মাইলেরও বেশি পাড়ি দিয়েছেন। গত শনিবার সকালে ফুকুশিমার বন্দরে এসে ভিড়েছে তার ১২ মিটারের নৌকা ‘ড্রিম ওয়েভার’। ২৪ ফেব্রুয়ারি রওনা হয়েছিলেন ক্যালিফোর্নিয়া থেকে। সঙ্গে ছিলেন এক সাহায্যকারী। মার্কিন নেভিগেটর ডো স্মিথ শুধুমাত্র হাওয়ার গতির বিষয়ে তথ্য দিয়ে সাহায্য করেছেন তাকে। সাবধান করেছেন সম্ভাব্য বিপদ দেখলে।

২০১৩ সালেও একবার প্রশান্ত মহাসাগর পেরোনোর চেষ্টা করেছিলেন ইয়ামোতো। সেবার সঙ্গে ছিলেন এক জাপানি নেভিগেটর। ফুকুশিমা থেকে যাত্রা শুরু করে সান দিয়েগোয় শেষ করার কথা ছিল তাদের। বন্দর ছাড়ার পাঁচ দিনের মাথায় তিমির ধাক্কায় নৌকা উল্টে যাওয়ায় থামাতে হয় অভিযান। সমুদ্রে তলিয়ে গিয়েছিল বেশ কিছু দামি যন্ত্রপাতি। জাপানের সেনাবাহিনী কোনোমতে উদ্ধার করে ওই দুজনকে। 

ইয়ামোতোর কথায়, ‘দ্বিতীয়বারের চেষ্টায় এই অভিযান সফল হওয়া যেন স্বপ্নের মতো। আমি এখন বিশ্বের সবচেয়ে সুখী মানুষ!’ ইয়ামোতো তার ওয়েবসাইটে লিখেছেন, ‘শুধুমাত্র ব্যক্তিগত সাফল্যের জন্য এই অভিযান শুরু করিনি। আমি বার্তা দিতে চেয়েছি, কেউ পাশে থাকলে কোনো কিছুই অসম্ভব নয়।’ তিনি ও স্মিথ এই অভিযান থেকে যে অর্থ পাবেন, তা অন্ধত্ব রুখতে দান করা হবে।

এই অভিযানের জন্য সাহায্য চেয়ে বহু দিন ধরেই সোশ্যাল মিডিয়ায় আবেদন করেছিলেন ওই দৃষ্টিহীন নাবিক। তার ওয়েবসাইট থেকে জানা গেছে, ১৬ বছর বয়সে দৃষ্টিশক্তি হারান ইয়ামোতো। সেই সময় অবসাদ ঘিরে ধরেছিল তাকে। আত্মঘাতী হওয়ার কথাও ভাবেন। কিন্তু মন শক্ত করে ঘুরে দাঁড়ান অ্যাডভেঞ্চারপ্রিয় মানুষটি। শুধু নৌকা বাওয়াই নয়, সান দিয়েগোর একটি বাইসাইকেলিং ক্লাবেরও সদস্য তিনি। বিয়ে ও কন্যাসন্তানের জন্মের পর ২০০৬ সালে সান দিয়েগো চলে যান তিনি।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads