• বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪২৯
মার্কিন ডেপুটি এটর্নি জেনারেলের পদত্যাগ

ছবি : সংগৃহীত

বিদেশ

মার্কিন ডেপুটি এটর্নি জেনারেলের পদত্যাগ

  • আন্তর্জাতিক ডেস্ক
  • প্রকাশিত ৩০ এপ্রিল ২০১৯

এবার পদত্যাগ করলেন যুক্তরাষ্ট্রের ডেপুটি এটর্নি জেনারেল রড রোজেনস্টেইন। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্বাচনী টিম ও রাশিয়ার মধ্যে সম্পর্ক নিয়ে আইন মন্ত্রণালয় নিয়োজিত স্পেশাল কাউন্সেল রবার্ট মুয়েলারের তদন্তের তদারকি করছিলেন রোজেনস্টেইন। তবে পদত্যাগ করলেও তিনি আগামী ১১ই মে দায়িত্ব থেকে সরে যাবেন। তিনি যে বিদায় নেবেন এমনটা বেশ কয়েক মাস ধরেই মনে করা হচ্ছিল। ট্রাম্পের সঙ্গে তার সম্পর্ক খুব একটা ভাল ছিল না। পদত্যাগের এক চিঠিতে তিনি তবু ট্রাম্পের সৌজন্যতার প্রশংসা করেছেন। অন্যদিকে একবার তাকে নিয়ে একটি টুইট করেছিলেন ট্রাম্প।

তাতে একটি ছবি ব্যবহার করেছিলেন। তাতে রোজেনস্টেইনকে দেখানো হয়েছিল রাষ্ট্রদ্রোহিতার অভিযোগে জেলে আছেন। 

রোজেনস্টেইনকে নিয়োগ দিয়েছিলেন সাবেক রিপাবলিকান প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশ। গতমাসে উইলিয়াম বারকে মার্কিন অ্যাটর্নি জেনারেল হিসেবে নিয়োগ দেয়া হয়। এর পর থেকেই ধারণা করা হচ্ছিল রোজেনস্টেইন পদত্যাগ করবেন। কিন্তু প্রেসিডেন্ট নির্বাচনে রাশিয়া কানেকশন নিয়ে রবার্ট মুয়েলারকে প্রতিবেদন নির্বিঘ্নে প্রকাশ করার কাজে নবনিযুক্ত বারকে সহযোগিতা করার জন্য রোজেনস্টেইন একমাস দেরিতে পদত্যাগ করলেন।

প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে তার সম্পর্কের মারাত্মক অবনতি হয় গত বছরের সেপ্টেম্বরে। ওই সময় নিউ ইয়র্ক টাইমস একটি রিপোর্ট প্রকাশ করে। তাতে বলা হয়, ডেপুটি অ্যাটর্নি জেনারেল প্রেসিডেন্ট ট্রাম্পকে ক্ষমতাচ্যুত করার পাঁয়তারা করছেন। সূত্রটির উদ্ধৃতি দিয়ে জানানো হয়, ট্রাম্প যে মার্কিন প্রেসিডেন্টের দায়িত্ব পালনের অযোগ্য সে বিষয়টি প্রমাণ করার জন্য রোজেনস্টেইন গোপনে ট্রাম্পের বক্তব্য রেকর্ড করার পরিকল্পনা করছেন।

তিনি আরো বলেছেন যে, যুক্তরাষ্ট্রের সংবিধানে এ কাজ করতে নিষেধ করা হয়নি। অবশ্য খবরটি প্রকাশিত হওয়ার পর রোজেনস্টেইন এ অভিযোগ অস্বীকার করেন। 

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads