• বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪২৯
ফ্লোরিডায় বিমান নদীতে ছিঁটকে পড়লেও প্রাণে রক্ষা পেলেন সব আরোহী

সংগৃহীত ছবি

বিদেশ

ফ্লোরিডায় বিমান নদীতে ছিঁটকে পড়লেও প্রাণে রক্ষা পেলেন সব আরোহী

  • অনলাইন ডেস্ক
  • প্রকাশিত ০৪ মে ২০১৯

ফ্লোরিডায় শুক্রবার একটি বোয়িং বিমান নৌবাহিনীর একটি বিমান ঘাঁটিতে জরুরি অবতরণকালে রানওয়ে থেকে ছিটকে নদীতে পড়ে যায়। তবে অলৌকিকভাবে প্রাণে রক্ষা পেয়েছেন বিমানটির সকল আরোহী।

নৌবাহিনী কর্তৃপক্ষ জানায়, কিউবার গুয়ান্তানামো বে থেকে ক্রূসহ ১৪৩ জন আরোহীকে বহন করা এ বিমান বোয়িং ৭৩৭ জ্যাকসনভিলের ওই বিমান ঘাঁটিতে জরুরি অবতরণের সময় এর কাছের একটি নদীতে ছিটকে পড়ে। এ ঘটনায় বিমানটির সকল যাত্রীকে নিরাপদে উদ্ধার করা হয়।

নেভাল এয়ার স্টেশন জ্যাকসনভিলের এক বিবৃতিতে বলা হয়, ‘বিমানটিতে ১৩৬ যাত্রী ও সাতজন ক্রূ ছিলেন। তাদের সকলের সন্ধান মিলেছে।’

টুইটার বার্তায় জ্যাকসনভিল শেরিফের দপ্তর জানায়, ওই বিমানে থাকা প্রাপ্ত বয়স্ক ২১ জনকে স্থানীয় বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হলেও তারা সকলেই শঙ্কামুক্ত।
এ বিমান দুর্ঘটনায় সামান্য আহত হওয়ায় আরো অনেককে চিকিৎসা দেয়া হয়।

এ ঘটনায় প্রায় ৯০ জন দমকলকর্মীসহ নৌবাহিনীর নিরাপত্তা ও জরুরি দুর্যোগ মোকাবেলা সংস্থার সদস্যরা উদ্ধার কাজে অংশ নেন।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads