• শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪২৯
জরুরি অবতরণকালে রাশিয়ার বিমানে আগুন, নিহত ৪১

ছবি : সংগৃহীত

বিদেশ

জরুরি অবতরণকালে রাশিয়ার বিমানে আগুন, নিহত ৪১

  • অনলাইন ডেস্ক
  • প্রকাশিত ০৬ মে ২০১৯

রাশিয়ায় বিমান দুর্ঘটনায় দুই শিশুসহ কমপক্ষে ৪১ জন নিহত হয়েছেন। জরুরি অবতরণের সময় বিমানটিতে আগুন ধরে তা একটি অগ্নিগোলকের রূপ ধারণ করে।

ঘটনাটি ঘটেছে রাশিয়ার ব্যস্ততম শেরেমেতইয়েভো আন্তর্জাতিক বিমানবন্দরে। যাত্রীবাহী এ বিমানে এ সময় ৭৮ জন আরোহী ছিলেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে ওই ঘটনার ভিডিও ফুটেজ ছড়িয়ে পড়েছে। এতে দেখা যায় এরোফ্লোট-এর সুখোই সুপারজেট ১০০ বিমানটি অবতরণের পর পরই তা রানওয়েতে দ্রুতগতিতে ছুটতে থাকে। এ সময় এর ফিউলেজ থেকে আগুনের শিখা বেরুতে থাকে। দ্রুত তা বিমানটিকে আগুনের গোলায় পরিণত করে। খবর বার্তা সংস্থা এএফপির। 

ঘটনার সময় বিমানটি থেকে কালো ধোয়া বেরিয়ে আকাশকে আচ্ছন্ন করে ফেলে। আগুনে জ্বলতে থাকা বিমান থেকে যাত্রীদের লাফিয়ে নেমে দৌড়াতে দেখা যায়। এ নিয়ে তদন্তকারীরা বলছেন, ওই বিমানে ক্রুসহ ৭৮ জন আরোহী ছিলেন। এটি রাশিয়ার উত্তর পশ্চিমাঞ্চলীয় শহর মারনানস্কে যাচ্ছিল। এখন পর্যন্ত জানা গেছে বিমানের ৩৭ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। 

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads