• বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪২৮
তিন বিশিষ্ট ব্যক্তির শিরশ্ছেদ করবে সৌদি

ছবি : সংগৃহীত

বিদেশ

তিন বিশিষ্ট ব্যক্তির শিরশ্ছেদ করবে সৌদি

  • আন্তর্জাতিক ডেস্ক
  • প্রকাশিত ২৩ মে ২০১৯

সন্ত্রাসবাদের একাধিক অভিযোগের ভিত্তিতে ঈদুল ফিতরের পরেই তিন বিশিষ্ট ব্যক্তির শিরশ্ছেদ করবে সৌদি সরকার। এসব ব্যক্তির বিরুদ্ধে সন্ত্রাসবাদের একাধিক অভিযোগ ছিল। তবে মৃত্যুদণ্ড কার্যকর নিয়ে সৌদি সরকারের পক্ষ থেকে কোনো মন্তব্য পাওয়া যায়নি।

এ তিনজন হলেন- দেশটির ধর্মীয় নেতা শেখ সালমান আল-ওদাহ, লেখক ওয়াড আল-কারনি এবং ব্রডকাস্টার আলী আল-ওমারি।

আন্তর্জাতিক গণমাধ্যমে প্রকাশিত খবর অনুযায়ী, আল-ওদাহকে মনে করা হয় মধ্যপন্থি সুন্নি আলেম। তিনি গ্রেফতার হয়েছিলেন ২০১৮ সালের সেপ্টেম্বর মাসে। তিনি সৌদি আরব ও কাতারের মধ্যে কূটনৈতিক সংকটের সমাধান করার জন্য টুইটারে একটি পোস্ট করেছিলেন। আর এটাই হলো তার প্রধান অপরাধ। এ কারণে ঈদের পরেই তার মৃতু্যুদণ্ড কার্যকর করা হবে। অন্যদিকে ওয়াড আল-কারনি হলেন লেখক ও ধর্মপ্রচারক।  অন্যদকে আলী আল-ওমারি ‘ফর ইয়ুথ’ নামের একটি টেলিভিশনের ব্রডকাস্টার।

সৌদি সরকারের এমন সিদ্ধান্তকে নিন্দা জানিয়েছে জাতিসংঘ, অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল ও হিউম্যান রাইটস ওয়াচ।

প্রসঙ্গত, মৃত্যুদণ্ড কার্যকরের দিক থেকে অন্য দেশের থেকে অনেক এগিয়ে সৌদি আরব। এজন্য বারবার মানবাধিকার সংগঠনগুলো দেশটির সমালোচনা করলেও এ প্রসঙ্গে সব সময় নীরবতা অবলম্বন করে আসছে দেশটির সরকার। চলতি বছরেই দেশটিতে কমপক্ষে ১০০ জনের শিরশ্ছেদ করা হয়েছে। ২০১৮ সালেও অন্তত ১৪৯ জনের শিরশ্ছেদ করেছিল দেশটি।

এদিকে চলতি বছরের ২৩ এপ্রিল এক দিনেই ৩৭ জনের শিরশ্ছেদ করেছিল সৌদি আরব। এর মধ্যে আবার দুজনকে ক্রুশবিদ্ধ করে রাখা হয়েছিল। তখন সৌদি কর্তৃপক্ষ জানিয়েছিল, গুরুতর অপরাধের জড়িত থাকার কারণেই আদালতের আদেশেই ওই দুজনকে শিরশ্ছেদের পর ক্রুশবিদ্ধ করা হয়েছিল।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads