• বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪২৯
চীনে বন্যায় ৬১ জন নিহত

ছবি : সংগৃহীত

বিদেশ

চীনে বন্যায় ৬১ জন নিহত

  • অনলাইন ডেস্ক
  • প্রকাশিত ১২ জুলাই ২০১৯

অতি বৃষ্টিতে চীনে সৃষ্ট বন্যায় এখন পর্যন্ত ৬১ জন মারা গেছেন। এছাড়া প্রায় ৩ লাখ ৫৬ হাজার মানুষকে তাদের বাসস্থান থেকে সরিয়ে নেয়া হয়েছে। কর্তৃপক্ষ জানিয়েছে, চীনের দক্ষিণ এবং মধ্যাঞ্চলের বেশিরভাগ অংশ এখন পানির নিচে।

চীনের জরুরি ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের বরাত দিয়ে রয়টার্স এক প্রতিবেদনে জানিয়েছে, বন্যায় ৯ হাজার ৩০০ বাড়ি ধ্বংস হয়েছে। এছাড়া পানিতে তলিয়ে গেছে ৩ লক্ষ ৭১ হাজার ১০০ হেক্টর কৃষি জমি। এই বন্যায় সব বিলিয়ে ১৯০ কোটি ডলারেরও বেশি ক্ষতি হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

সংবাদমাধ্যম বলছে, ভারী বৃষ্টিপাতের কারণে গত ৬ জুলাই থেকে জিয়াংজির ২৯টি নদীর পানি বিপদসীমার মাত্রা অতিক্রম করেছে। দেশটির আবহাওয়া অফিস সতর্ক করে জানিয়েছে, দক্ষিণের ভারী বৃষ্টিপাতের কারণে আগামী ১০ দিনের মধ্যে নদীর পানি বিপদসীমার ৩০-৭০ শতাংশ ছাড়িয়ে যেতে পারে।

এদিকে জিয়াংজি প্রাদেশিক আবহাওয়া বিভাগের পূর্বাভাসে বলা হয়, শুক্রবার থেকে আবার বৃষ্টিপাত শুরু হয়ে টানা মঙ্গলবার পর্যন্ত চলবে। এতে বন্যার মাত্রা আরো বাড়তে পারে।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads