• বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪২৯
এরশাদের মৃত্যুতে মালয়েশিয়ায় জাতীয় পার্টির শোকসভা

আলহাজ্ব হুসেইন মুহাম্মাদ এরশাদ এর মৃত্যুতে শোকসভা, দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত

ছবি : বাংলাদেশের খবর

প্রবাস

এরশাদের মৃত্যুতে মালয়েশিয়ায় জাতীয় পার্টির শোকসভা

  • আশরাফুল মামুন
  • প্রকাশিত ১৫ জুলাই ২০১৯

সাবেক প্রেসিডেন্ট পল্লি বন্ধু আলহাজ্ব হুসেইন মুহাম্মাদ এরশাদ এর মৃত্যুতে শোকসভা ও তার বিদেহী আত্নার মাগফিরাত কামনায় দোয়া মাহফিল ও আলোচনা সভা করেছে মালয়েশিয়া জাতীয় পার্টি।

গতকাল রবিবার রাত ৮ টার সময় কুয়ালালামপুরের ক্লাং এর একটি রেস্টুরেন্ট এই শোকসভা অনুষ্ঠিত হয়।

এ সময় মালয়েশিয়া জাতীয় পার্টির সিনিয়র সহ-সভাপতি মোঃ সাইদুর রহমানের সভাপতিত্বে পরিচালনা করেন, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোঃ শাহ আলম শেখ,বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিশিষ্ট ব্যবসায়ী মোঃ দ্বীন ইসলাম ।

শোক সভায় বক্তব্য রাখেন, ইসলাম ভান্ডারি সহ সভাপতি জাতীয় পার্টি মালয়েশিয়া শাখা, মোঃ ইদ্রিস আলী সাংগঠনিক সম্পাদক, মোঃ শেখ ফরিদ মোল্লা আহবায়ক জাতীয় যুব সংহতি মালয়েশিয়া, মোঃ আবু তাহের সহ প্রচার সম্পাদক জাতীয় পার্টি মালয়েশিয়া, মোঃ মাহফুজ সরকার যুগ্ন আহবায়ক জাতীয় যুব সংহতি মালয়েশিয়া, নেওয়াজ মহিউদ্দিন যুগ্ন আহবায়ক জাতীয় যুব সংহতি মালয়েশিয়া সহ আরো অনেকে।

আলোচনা সভায় বক্তারা বলেন, এরশাদের আমলে দেশের পল্লী উন্নয়ন সহ বিভিন্ন অবকাঠামো নির্মাণের রেকর্ড সৃষ্টি করে জনগনের কাছ থেকে পল্লী বন্ধু উপাধি পেয়েছিলেন, বক্তারা আরো বলেন, সংবিধানে বিসমিল্লাহ সহ রাষ্ট্র ধর্ম ইসলাম প্রবর্তন করেন, রেডিও টিভিতে আযান প্রচার ও বর্তমানে চলমান উপজেলা পদ্ধতি একমাত্র এরশাদই প্রবর্তন করেন, এরকম আরো অনেক উন্নয়ন মূলক কর্মকাণ্ডের জন্যে বাঙ্গালী জাতির কাছে পল্লী বন্ধু আলহাজ্ব হুসেইন মুহম্মদ এরশাদ চির অমর থাকবেন।

এরশাদের আত্নার মাগফিরাত কামনায় দোয়া ও মোনাজাত করেন মোঃ মিজানুর রহমান। এসময় এরশাদরে মৃত্যুতে মালয়েশিয়া জাতীয় পার্টি সহ বিভিন্ন মহলে শোকের ছায়া নেমে বক্তৃতা দিয়ে গিয়ে কান্নায় ভেঙ্গে পড়েন সংগঠনের নেতা কর্মীরা।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads