• মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪২৯
পদত্যাগ করলেন যুক্তরাষ্ট্রের গোয়েন্দা প্রধান ড্যান কোটস

ছবি : সংগৃহীত

বিদেশ

পদত্যাগ করলেন যুক্তরাষ্ট্রের গোয়েন্দা প্রধান ড্যান কোটস

  • আন্তর্জাতিক ডেস্ক
  • প্রকাশিত ২৯ জুলাই ২০১৯

পদত্যাগ করলেন যুক্তরাষ্ট্রের জাতীয় গোয়েন্দা বিভাগের পরিচালক ড্যান কোটস। ট্রাম্প প্রশাসন থেকে শীর্ষ কর্মকর্তাদের পদত্যাগ করাটা যেন স্বাভাবিক হয়ে দাঁড়িয়েছে। ডোনাল্ড ট্রাম্প প্রেসিডেন্ট হিসেবে ক্ষমতা গ্রহণের পর থেকেই শুরু হয় এই পদত্যাগের মিছিল।

আজ সোমবার এক টুইট বার্তায় কোটসের পদত্যাগের কথা জানান ট্রাম্প। তিনি বলেন, আগস্টের মাঝামাঝি কোটসের স্থলাভিষিক্ত হবেন টেক্সাসের কংগ্রেসম্যান জন র‍্যাটক্লিফ। রেটক্লিফ দেশকে ভালোবাসেন উল্লেখ করে প্রেসিডেন্ট ট্রাম্প বলেন, তিনি দেশকে নেতৃত্ব দেবেন এবং মহৎ কাজের অনুপ্রেরণা হবেন।

এর আগে প্রেসিডেন্ট ট্রাম্পকে লেখা পদত্যাগপত্রে কোটস জানান, যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থা আগের চেয়ে আরো বেশি শক্তিশালী হয়েছে। আমি বিশ্বাস করি যে, আমার এখন জীবনের পরবর্তী অধ্যায়ে পদার্পণ করা উচিত।

রাশিয়া ও উত্তর কোরিয়া ইস্যুতে প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে টানাপোড়েন চলছিল কোটসের। ফিনল্যান্ডে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে প্রেসিডেন্ট ট্রাম্পের বৈঠকের কথা শুনে গণমাধ্যমের সামনেই হেসে ফেলেছিলেন কোটস।

পরে অবশ্য তিনি এ ঘটনায় ক্ষমা চেয়েছিলেন। তিনি বলেন, আমার অভিব্যক্তির মানে এই নয় যে আমি প্রেসিডেন্টকে অসম্মান বা তার সমালোচনা করেছি।

উল্লেখ্য, যুক্তরাষ্ট্রের জাতীয় গোয়েন্দা বিভাগের পরিচালক হিসেবে সিআইএ এবং এনএসএ’সহ যুক্তরাষ্ট্রের ১৭টি গোয়েন্দা সংস্থার তত্ত্বাবধানের দায়িত্ব ছিল ড্যান কোটসের ওপর।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads