• বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪২৯
হজ ক্লিনিকে হাজিদের ভিড়

ছবি : সংগৃহীত

বিদেশ

হজ ক্লিনিকে হাজিদের ভিড়

  • ডেস্ক রিপোর্ট
  • প্রকাশিত ১৬ আগস্ট ২০১৯

সৌদি আরবের মক্কায় বাংলাদেশ হজ ক্লিনিকে প্রতিদিনই বাড়ছে অসুস্থ হাজিদের ভিড়। প্রতিদিন গড়ে ৩-৪ হাজার রোগী এখানে চিকিৎসা নিচ্ছেন। ফলে রোগীদের ভিড় সামলাতে রীতিমতো হিমশিম খাচ্ছেন হাসপাতালে কর্মরত ডাক্তার, নার্স, টেকনিশিয়ান ও ফার্মাসিস্টরা। তবে আউটডোর ক্লিনিক হওয়ায় সব রোগের চিকিৎসা দেওয়া সম্ভব হচ্ছে না বলে জানিয়েছেন সেখানকার কর্তব্যরত চিকিৎসকরা।

হজ করতে আসা হাজিদের চিকিৎসাসেবা নিশ্চিতে কাজ করছে বাংলাদেশ হজ মেডিকেল টিম। হজ মিশন থেকে প্রাপ্ত তথ্যমতে, গতকাল বৃহস্পতিবার সকাল পর্যন্ত ক্লিনিক থেকে চিকিৎসা নিয়েছেন ৭৩ হাজার বাংলাদেশি। বিভিন্ন অসুখ এবং দুর্ঘটনায় মারা গেছেন ৭২ জন। দীর্ঘ লাইন উপেক্ষা করে চিকিৎসা নিচ্ছেন তারা। অধিকাংশ হাজি বাংলাদেশ ক্লিনিকের চিকিৎসাসেবায় সন্তোষ প্রকাশ করেছেন।

এখানে চিকিৎসা নিতে আসা বাংলাদেশিদের অধিকাংশই বৃদ্ধ এবং আগে থেকেই নানাবিধ রোগে আক্রান্ত। তাছাড়া হজের আনুষ্ঠানিকতা পালন করতে গিয়ে বিভিন্নভাবে আঘাতপ্রাপ্ত হয়ে চিকিৎসা নিতে এসেছেন। তবে ডায়াবেটিস ছাড়া এক্সরেসহ অন্য কোনো ধরনের পরীক্ষা-নিরীক্ষার ব্যবস্থা না থাকায় অসন্তুষ্টি জানিয়েছেন কেউ কেউ।

হাজিদের সর্বোত্তম সেবা দেওয়ার লক্ষ্যে ক্লিনিকটিতে সার্বক্ষণিক সাধারণ ডাক্তারের পাশাপাশি রয়েছেন কয়েকজন বিশেষজ্ঞ চিকিৎসক। গড়ে প্রতিদিন ৩ হাজারের মতো রোগী দেখছেন তারা। জটিল গুরুতর অসুস্থদের পর্যবেক্ষণের জন্য ভর্তি রাখার ব্যবস্থাও রয়েছে বলে জানিয়েছেন মেডিকেল টিমের সদস্য ডাক্তার মোজাহিদ হোসেন।

তবে আউটডোর ক্লিনিক হওয়ায় চিকিৎসাসেবায় কিছুটা সীমাবদ্ধতা রয়েছে। তাই জটিল রোগীদের সৌদি আরবের সরকারি হাসপাতালে পাঠানো হয় বলে জানালেন হজ মেডিকেল টিমের প্রধান অধ্যাপক ডাক্তার মহিদুর রহমান।

সংশ্লিষ্টরা বলছেন, অন্যান্য দেশের তুলনায় বাংলাদেশি হাজিদের বয়স অনেক বেশি এবং সৌদি আরবের প্রচণ্ড গরমের কারণে অনেকেই অসুস্থ হয়ে যাচ্ছেন। আবার খাদ্যাভ্যাসের কারণেও অসুস্থ হয়ে যাচ্ছেন কেউ কেউ। গত ১৩ আগস্ট শেষ হয়েছে হজের সকল আনুষ্ঠানিকতা। আগামী ১৭ আগস্ট থেকে শুরু হবে হজের ফিরতি ফ্লাইট চলবে ১৫ সেপ্টেম্বর পর্যন্ত।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads