• বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪২৯
জাপানে টাইফুনের তাণ্ডবে নিহত ১১

ছবি : সংগৃহীত

বিদেশ

জাপানে টাইফুনের তাণ্ডবে নিহত ১১

  • আন্তর্জাতিক ডেস্ক
  • প্রকাশিত ১৩ অক্টোবর ২০১৯

জাপানে বিধ্বংসী টাইফুন ‘হাগিবিস’ এর আঘাতে ১১ জনের মৃত্যু হয়েছে। এছাড়া নিখোঁজ রয়েছেন ১৭ জন। দেশটিতে গত ৬০ বছরের ইতিহাসে এটিই আঘাত হানা সবচেয়ে শক্তিশালী ঘূর্ণিঝড়।

শনিবার (১২ অক্টোবর) স্থানীয় সময় রাত ৮টার দিকে ঘণ্টায় দেড়শ’ কিলোমিটার বেগে ঘুর্ণিঝড়টি আঘাত হানে জাপনের উপকূলে।

টাইফুনের প্রভাবে জাপানের বিভিন্ন অঞ্চলে ভারী বৃষ্টিপাত ও আকস্মিক বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে। ঝড়ের প্রভাবে স্থবির হয়ে পড়েছে টোকিও ও আশেপাশের শহরগুলোতে। বিদ্যুৎবিচ্ছিন্ন হয়ে পড়েছে অন্তত ৫৮ হাজার ঘরবাড়ি। এছাড়া কয়েক লাখ মানুষকে নিরাপদে সরিয়ে নেয়া হয়েছে।

রোববার সকালে ঝড় কিছুটা দুর্বল হলেও তার জেরে ধ্বংস কিছু কম হয়নি। বাতিল করতে হয়েছে রাগবি বিশ্বকাপের আরো একটি ম্যাচ। প্রবল বন্যা পরিস্থিতি সৃষ্টি হয়েছে জাপানের নাগানোতে।

আবহাওয়া দপ্তরের হিসেব অনুযায়ী ৮৭০ মাইল এলাকা জুড়ে এগোতে থাকা ওই টাইফুনের জেরে তীব্র ঝোড়ো হাওয়া বইবে। এই ঝড়ে প্রতি ঘণ্টায় ১৬২ কিলোমিটার বেগে হাওয়া বইবে বলে পূর্বাভাসে বলা হয়েছে। ১৯৫৮ সালে যে টাইফুনের জেরে প্রায় ১২০০ মানুষ প্রাণ হারিয়েছিলেন, তীব্রতায় হাগিবিস তার সমকক্ষ বলে মনে করছেন বিশেষজ্ঞরা। তবে এ বার হতাহতের সংখ্যা আগের মতো হবে না বলেই আশা করছেন তারা।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads