• শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪২৯
আবেদনের ৫০ বছর পর স্লোভেনিয়ায় প্রথম মসজিদ

সংগৃহীত ছবি

বিদেশ

আবেদনের ৫০ বছর পর স্লোভেনিয়ায় প্রথম মসজিদ

  • ডেস্ক রিপোর্ট
  • প্রকাশিত ০৭ ফেব্রুয়ারি ২০২০

প্রথমবারের মতো একটি মসজিদের উদ্বোধন হয়েছে ইউরোপীয় দেশ স্লোভেনিয়ায়, যে মসজিদটি নির্মাণের অনুমতি চেয়ে আবেদন করা হয়েছিল অর্ধশতাব্দী আগে।

দেশটির কট্টরপন্থি ক্যাথলিকদের বিরোধিতায় এতদিন যাবৎ মুসলিমদের আবেদনটি আমলেই নিচ্ছিল স্লোভেনীয় সরকার। এমনকি এই মসজিদ নির্মাণকে ঘিরে দুই দফা গণভোট আয়োজনেরও দাবি করেছিল তারা। তবে দেশটির সাংবিধানিক আদালত কট্টরপন্থি ক্যাথলিকদের দাবি প্রত্যাখ্যান করে।

দেশটির ইসলামী সম্প্রদায়ের প্রধান মুফতি নেদজাদ গ্রাবাস বলেছেন, ‘মসজিদের উদ্বোধন ছিল আমাদের জীবনের এক গুরুত্বপূর্ণ ঘটনা।’ খবর আরব নিউজের।

১৯৬০ সালের দিকে একটি মসজিদ নির্মাণের অনুমতি চাওয়া হয়েছিল। স্লোভেনিয়া তখন যুগোস্লোভিয়ার অংশ ছিল। দীর্ঘদিন পর ১৫ বছর আগে মসজিদ নির্মাণের অনুমতি দেয় কর্তৃপক্ষ। কিন্তু ক্যাথলিকদের ক্রমাগত বিরোধিতার কারণে এই প্রক্রিয়া আটকে ছিল।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads