• শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪২৯
আক্রান্তের সংখ্যা ৯ লাখ ছাড়াল, দুই একদিনের মধ্যে ১০ লাখে পৌছাবে

সংগৃহীত ছবি

বিদেশ

করোনা ভাইরাস

আক্রান্তের সংখ্যা ৯ লাখ ছাড়াল, দুই একদিনের মধ্যে ১০ লাখে পৌছাবে

  • আন্তর্জাতিক ডেস্ক
  • প্রকাশিত ০২ এপ্রিল ২০২০

মহামারি করোনা ভাইরাসে আক্রান্ত মানুষের সংখ্যা এখন ৯ লাখ ৩৫ হাজার ৮১৭ জন। দুই একদিনের মধ্যে এই সংখ্যা ১০ লাখে পৌঁছাতে পারে বলে ধারণা করা হচ্ছে। এরইমধ্যে ২০৩টি দেশ ও অঞ্চলে ছড়িয়েছে মরণঘাতী এ ভাইরাস।

আজ বৃহস্পতিবার পর্যন্ত আক্রান্তের এ তথ্য জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। সূত্র : বিবিসি

বিশ্বব্যাপী করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন ৪৭ হাজার ২৭১ জন। আক্রান্তদের মধ্যে সুস্থ হয়ে ঘরে ফিরেছেন ১ লাখ ৯৪ হাজার ২৮৬ জন। বর্তমানে চিকিৎসাধীন ৬ লাখ ৯৪ হাজার ৩১৩ জন। এদের মধ্যে ৬ লাখ ৫৮ হাজার ৮৩৫ জনের অবস্থা স্থিতিশীল এবং ৩৫ হাজার ৪৭৮ জনের অবস্থা গুরুতর।

প্রাণঘাতী নভেল করোনাভাইরাস গত ডিসেম্বরের শেষের দিকে চীনের উহান শহরে ছড়িয়ে পড়ে। এরপর থেকে গত তিন মাসে দেশে দেশে ছড়িয়ে পড়ে মহামারি হিসেবে।

জনস হপকিন্স বিশ্ববিদ্যালয় জানিয়েছে, এখন পর্যন্ত করোনাভাইরাসে সবচেয়ে বেশি যুক্তরাষ্ট্রে ২ লাখ ১৫ হাজার ৪১৭ জন আক্রান্ত হয়েছেন। দেশটিতে মারা গেছেন ৫ হাজার ১১৬ জন। দ্বিতীয় আক্রান্ত হিসেবে ইতালিতে ১ লাখ ১০ হাজার ৫৭৪ জন শনাক্ত হয়েছেন। তবে মৃতের দিক থেকে দেশটি ভয়াবহতার শিকার হয়েছে। ইতালিতে এ পর্যন্ত করোনায় মারা গেছেন ১৩ হাজার ১৫৫ জন।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads