• বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪২৯
বিশ্বজুড়ে করোনা আক্রান্তের সংখ্যা ১৫ লাখ ছাড়াল, ৮৮৪৫৭ জনের মৃত্যু

সংগৃহীত ছবি

বিদেশ

বিশ্বজুড়ে করোনা আক্রান্তের সংখ্যা ১৫ লাখ ছাড়াল, ৮৮৪৫৭ জনের মৃত্যু

  • আন্তর্জাতিক ডেস্ক
  • প্রকাশিত ০৯ এপ্রিল ২০২০

যতই দিন যাচ্ছে ততই ভয়াবহ হয়ে উঠছে প্রাণঘাতী করোনা ভাইরাস। দিনের পর দিন আক্রান্তের সংখ্যার সাথে পাল্লা দিয়ে বাড়ছে মৃত্যুর সংখ্যা।

এখন পর্যন্ত ২০৯টি দেশ ও অঞ্চলে করোনা ভাইরাস  ছড়িয়ে পড়েছে। বিশ্বের বিভিন্ন দেশে করোনায় মোট আক্রান্তের সংখ্যা ১৫ লাখ ১৮ হাজার ২৩। ভাইরাসটিতে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ৮৮ হাজার ৪৫৭ জনের।

শুরুতে সংখ্যাটা খুব কম থাকলেও এখন পর্যন্ত যুক্তরাষ্ট্রেই সবচেয়ে বেশি আক্রান্ত হয়েছে। সেখানে আক্রান্তের সংখ্যা ৪ লাখ ছাড়িয়েছে।

আক্রান্তের দিক দিয়ে দ্বিতীয় স্থানে আছে স্পেন। দেশটিতে আক্রান্ত হয়েছে ১ লাখ ৪৮ হাজার ২২০ জন।

তবে মৃত্যুর মিছিলে এখনো এগিয়ে আছে ইতালি। দেশটিতে এখন পর্যন্ত ১ লাখ ৩৯ হাজার ৪২২ জন আক্রান্ত হয়েছে ইতালিতে।

তবে আক্রান্তের সংখ্যা থামছে না ফ্রান্সেও। সেখানে আক্রান্তের সংখ্যা ১ লাখ ১২ হাজার ৯৫০ জন। এদিকে ১ লাখ ১২ হাজার ১১৩ জন আক্রান্ত হয়েছে জার্মানিতে।

এ ছাড়া চীনে ৮১ হাজার ৮০২ জন, ইরানে ৬৪ হাজার ৫৮৬ জন, যুক্তরাজ্যে ৬০ হাজার ৭৩৩ জন এবং তুরস্কে ৩৮ হাজার ২২৬ জন আক্রান্ত হয়েছেন।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads