• বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪২৯

প্রবাস

করোনায় ১৭ দেশে মারা গেছেন ৪৮০ বাংলাদেশি

  • অনলাইন ডেস্ক
  • প্রকাশিত ০৯ মে ২০২০

করোনাভাইরাসের সংক্রমণে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যে আরও তিনজন বাংলাদেশি মারা গেছেন। তাঁদের মধ্যে গত ৪৮ ঘণ্টায় যুক্তরাষ্ট্রে দুজন এবং যুক্তরাজ্যে একজন মারা গেছেন। এখন পর্যন্ত বিদেশে করোনাভাইরাসে সংক্রমণে এ দুই দেশে সবচেয়ে বেশি বাংলাদেশি মারা গেছেন।

আজ শনিবার যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যে প্রবাসী বাংলাদেশের নাগরিকদের সঙ্গে কথা বলে এ তথ্য পাওয়া গেছে।

গত ৪৮ ঘণ্টায় ওই তিনজনের মৃত্যুর মধ্য দিয়ে আজ পর্যন্ত বিশ্বের ১৭ দেশে ৪৮০ জন বাংলাদেশি করোনাভাইরাসের সংক্রমণে মারা গেছেন।

তাঁদের মধ্যে যুক্তরাষ্ট্রে ২৪১ জন, যুক্তরাজ্যে ১২৩ জন, সৌদি আরবে ৬৫ জন, ইতালি ও কুয়েতে ৮ জন করে, কানাডায় ৭ জন, সংযুক্ত আরব আমিরাতে ৬ জন, ফ্রান্স ও স্পেনে ৫ জন করে, কাতারে ৪ জন, সুইডেনে ২ জন এবং মালদ্বীপ, পর্তুগাল, কেনিয়া, লিবিয়া, দক্ষিণ আফ্রিকা ও গাম্বিয়ায় ১ জন করে বাংলাদেশি মারা গেছেন।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads