• বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪২৯
৩ লাখের বেশি অভিবাসী কর্মীর করোনা পরীক্ষা করবে সিঙ্গাপুর

সংগৃহীত ছবি

প্রবাস

৩ লাখের বেশি অভিবাসী কর্মীর করোনা পরীক্ষা করবে সিঙ্গাপুর

  • অনলাইন ডেস্ক
  • প্রকাশিত ১৩ মে ২০২০

সিঙ্গাপুরে বসবাসরত বিভিন্ন দেশের অভিবাসী শ্রমিকদের করোনা পরীক্ষা করানো সিদ্ধান্ত নিয়েছে সিঙ্গাপুর।

অভিবাসী কর্মীদের করোনা পরীক্ষার সিদ্ধান্ত নিয়েছে সিঙ্গাপুর। দেশটির বিভিন্ন ডরমিটরিতে বসবাসকারী তিন লাখ ২৩ হাজার কর্মীর করোনা পরীক্ষা করা হবে।

দেশটির কর্মকর্তাদের বরাত দিয়ে বুধবার এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে যুক্তরাজ্যভিত্তিক সংবাদমাধ্যম বিবিসি।

সিঙ্গাপুরের ডরমেটরিগুলোতে গাদাগাদি করে থাকতে হয় অভিবাসী কর্মীদের। এসব কর্মীদের বেশিরভাগই নির্মাণ শিল্পের সঙ্গে যুক্ত। এসব ডরমেটরিতে সামাজিক দূরত্ব বজায় রাখা সম্ভব হয় না বলে করোনায় আক্রান্ত হওয়ার ঝুঁকিও বেশি।

সিঙ্গাপুরে এ পর্যন্ত ২৫ হাজার ৩৪৬ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। যার মধ্যে ৯০ ভাগই অভিবাসী শ্রমিক। আক্রান্তদের মধ্যে বড় একটি অংশ বাংলাদেশি।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads