• বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪২৮
করোনাভাইরাসে বিশ্বে মৃতের সংখ্যা ৩ লাখ ৪০ হাজার ছাড়াল

ফাইল ছবি

বিদেশ

করোনাভাইরাসে বিশ্বে মৃতের সংখ্যা ৩ লাখ ৪০ হাজার ছাড়াল

  • অনলাইন ডেস্ক
  • প্রকাশিত ২৪ মে ২০২০

বিশ্বে করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩ লাখ ৪২ হাজার ১০৪ জন। আর এ রোগে শনাক্ত মানুষের সংখ্যা ৫৩ লাখ ছাড়িয়ে গেছে।

জনস হপকিন্স ইউনিভার্সিটির সেন্টার ফর সিস্টেম সায়েন্সেস অ্যান্ড ইঞ্জিনিয়ারিংয়ের (সিএসএসই) তথ্য অনুযায়ী, রোববার সকাল পর্যন্ত বিশ্বের বিভিন্ন দেশে করোনাভাইরাসে আক্রান্তে মৃত্যু হয়েছে ৩ লাখ ৪২ হাজার ৯৭ জনের। আর এ রোগে শনাক্ত রোগীর সংখ্যা বেড়ে হয়েছে ৫৩ লাখ ১০ হাজার ৩৬২ জন। এদের মধ্যে সুস্থ হয়ে উঠেছেন ২১ লাখ ১২ হাজার ১৮৫ জন।

সিএসএসই'র তথ্য অনুযায়ী, বিশ্বে এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়ে সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে যুক্তরাষ্ট্রে, ৯৭ হাজার ৮৭ জন। দেশটিতে আক্রান্তের সংখ্যাও বিশ্বে সর্বোচ্চ ১৬ লাখ ২২ হাজার ৬১২ জন। মৃত্যুর দিক থেকে যুক্তরাষ্ট্রের পরেই রয়েছে ইউরোপের দেশ  যুক্তরাজ্য। দেশটিতে এখন পর্যন্ত এই ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছে ৩৬ হাজার ৭৫৭ জন।

গত বছরের ডিসেম্বরে চীন থেকে সংক্রমণ শুরু হওয়ার পর বিশ্বব্যাপী এ পর্যন্ত ২১৩টিরও বেশি দেশে ছড়িয়েছে প্রাণঘাতী করোনাভাইরাস। 

গত ১১ মার্চ করোনাভাইরাস সংকটকে মহামারি ঘোষণা করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)।

এদিকে বাংলাদেশে গত ২৪ ঘণ্টায় ১৮৭৩ জনের শরীরে করোনাভাইরাসের অস্তিত্ব পাওয়া গেছে এবং আরও ২০ জন এই ভাইরাসে মারা গেছেন বলে শনিবার জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।

কোভিড-১৯ সংক্রান্ত নিয়মিত অনলাইন স্বাস্থ্য বুলেটিনে অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) (বর্তমানে মহাপরিচালকের দায়িত্বে) ডা. নাসিমা সুলতানা এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, প্রাণঘাতী করোনাভাইরাসে দেশে মোট মৃত্যুর সংখ্যা বেড়ে ৪৫২ জনে দাঁড়াল। এছাড়া আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩২ হাজার ৭৮ জনে।

গত বছরের ডিসেম্বরে চীন থেকে সংক্রমণ শুরু হওয়ার পর বিশ্বব্যাপী এ পর্যন্ত ২১৩টিরও বেশি দেশে ছড়িয়েছে প্রাণঘাতী করোনাভাইরাস।

 

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads