• মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪২৯
হজ পালনে করোনার টিকা বাধ্যতামূলক

সংগৃহীত ছবি

বিদেশ

হজ পালনে করোনার টিকা বাধ্যতামূলক

  • অনলাইন ডেস্ক
  • প্রকাশিত ০৩ মার্চ ২০২১

চলতি বছরে পবিত্র হজ পালন করতে হলে করোনাভাইরাসের টিকা নিতে হবে। সৌদি আরবের স্বাস্থ্য মন্ত্রণালয় এই ঘোষণা দিয়েছে। সৌদি আরবের স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে স্থানীয় সংবাদমাধ্যম ওকাজ গত সোমবার এ খবর জানিয়েছে।

দেশটির স্বাস্থ্যমন্ত্রী স্বাক্ষরিত এক আদেশকে উদ্ধৃত করে ওই প্রতিবেদনে বলা হয়েছে, এ বছর যারা হজ করতে আগ্রহী, তাদের আগেই কোভিড-১৯ এর টিকা নেওয়া থাকতে হবে। এটা হবে এবার হজে যাওয়ার অনুমতির ক্ষেত্রে অন্যতম প্রধান শর্ত।

দেশটির স্বাস্থ্যমন্ত্রী তৌফিক আল রাবিয়াহ হজযাত্রীদের জন্য করোনা ভাইরাসের টিকা নেওয়া বাধ্যতামূলক করার নির্দেশ দিয়েছেন। তিনি বলেছেন, যারা করোনা ভাইরাসের টিকা নেবেন না, তারা হজ পালন করার অনুমতি পাবেন না।

সৌদি স্বাস্থ্য মন্ত্রণালয় বলেছে, টিকা গ্রহণ মানবজাতির জন্য যেমন উত্তম, তেমনি অন্য হজ পালনকারীর করোনা সংক্রমিত হওয়া থেকে রক্ষা করবে।

এর আগে সৌদি স্বাস্থ্য মন্ত্রণালয় উমরা পালনকারীদের জন্যও করোনা ভাইরাসের টিকা নেওয়া বাধ্যতামূলক করে পরিপত্র জারি করেছে।

করোনা মহামারির কারণে ২০২০ সালে স্বল্পসংখ্যক মুসল্লি নিয়ে সীমিত পরিসরে পবিত্র হজ পালিত হয়। গত বছর সৌদি আরবে বসবাসরত দেশি-বিদেশি প্রায় ১০ হাজার মুসল্লিকে স্বাস্থ্যবিধি মেনে পবিত্র হজ করার অনুমতি দেয় সৌদি সরকার।

গত বছর সৌদি আরবের বাইরের কোনো দেশ থেকে কেউ পবিত্র হজ পালনের জন্য সে দেশে যেতে বা হজ পালন করতে পারেননি। করোনা মহামারির কারণে ওই নিষেধাজ্ঞা দেয় সৌদি আরব।

প্রতিবছর সারা বিশ্বের ২৫ থেকে ৩০ লাখ মুসলমান পবিত্র হজ পালন করেন। বাংলাদেশ থেকে ১ লাখ ২০ হাজারের বেশি মানুষ হজ পালনের উদ্দেশে সৌদি আরব যান।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads