• বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪২৯

বিদেশ

ইউরোপে করোনায় মৃতের সংখ্যা ১০ লাখ ছাড়িয়েছে

  • অনলাইন ডেস্ক
  • প্রকাশিত ১৩ এপ্রিল ২০২১

স্বাস্থ্য কর্তৃপক্ষ সোমবার গ্রিনিচ মান সময় ১৮৩০ টা পর্যন্ত ইউরোপ জুড়ে মহামারি করোনাভাইরাসে মোট মৃতের সংখ্যা ১০ লাখ ছাড়িয়ে যাওয়ার কথা জানিয়েছে। এ মহাদেশের বিভিন্ন দেশের সরকারি সূত্রের উপর ভিত্তি করে তৈরি করা এএফপি’র পরিসংখ্যান থেকে এ তথ্য জানা যায়।

খবরে বলা হয়, এ অঞ্চলের ৫২ টি দেশে এ পর্যন্ত মৃতের সংখ্যা বেড়ে কমপক্ষে ১০ লাখ ২৮৮ জনে দাঁড়িয়েছে। বিশ্বের যেকোন মহাদেশের তুলনায় এ সংখ্যা অনেক বেশি।

সর্বশেষ এ পরিসংখ্যানে আরো বলা হয়, এসব মৃত্যু প্রায় ৬০ শতাংশ ইউরোপের মাত্র ছয়টি দেশে ঘটেছে। এ ছয় দেশের মধ্যে যুক্তরাজ্যে এক লাখ ২৭ হাজার একশ’ জনের, ইতালিতে এক লাখ ১৪ হাজার ৬১২ জনের, রাশিয়ায় এক লাখ তিন হাজার ২৬৩ জনের, ফ্রান্সে ৯৯ হাজার ১৬৩ জনের, জার্মানিতে ৭৮ হাজার ৪৫২ জনের এবং স্পেনে ৭৬ হাজার ৫২৫ জনের মৃত্যু হয়েছে।

এদিকে ব্যাপকভাবে টিকাদান কর্মসূচি অব্যাহত থাকায় যুক্তরাজ্যে করোনা সংক্রমণের হার হ্রাস পেতে দেখা যাচ্ছে। দেশটির প্রাপ্ত বয়স্ক প্রায় ৬০ শতাংশ মানুষকে ইতোমধ্যে ভ্যাকসিনের প্রথম ডোজ দেয়া হয়েছে।

ফ্রান্স, ইতালি ও রাশিয়া করোনাভাইরাস সংক্রমণের তৃতীয় ঢেউ মোকাবেলা করছে এবং দেশ তিনটিতে কিছুটা ধীর গতিতে টিকাদান কর্মসূচি চলছে।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads