• মঙ্গলবার, ১৬ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪২৯
টোকিও অলিম্পিকে অংশ নেবে না কানাডা

সংগৃহীত ছবি

অ্যাথলেটিকস

টোকিও অলিম্পিকে অংশ নেবে না কানাডা

  • অনলাইন ডেস্ক
  • প্রকাশিত ২৩ মার্চ ২০২০

টোকিও অলিম্পিক গেমস-২০২০ থেকে নিজেদের প্রত্যাহার করে নিয়েছে কানাডা। করোনা মহামারির মধ্যে কানাডা তাদের অ্যাথলেটদের এবারের অলিম্পিকে পাঠাবে না বলে জানিয়ে দিয়েছে। সোমবার এক খবরে এ তথ্য জানায় বিবিসিসহ দেশটির বিভিন্ন গণ মাধ্যম। 

করোনা প্রাদুর্ভাবের কারণে টোকিও অলিম্পিক গেমস স্থগিত করা অনিবার্য হয়ে উঠতে পারে বলে সোমবার জাপানের পার্লামেন্টে দেশটির প্রধানমন্ত্রী শিনজো আবে’র এমন ঘোষণার পরপরই কানাডা নিজেদের প্রত্যাহার করে নেয়। 

টোকিও অলিম্পিক গেমস-২০২০ এ অন্যতম বড় অংশগ্রহণকারী দেশ কানাডা তাদের প্রত্যাহার করে নেওয়ায় এবারের অলিম্পিক নিয়ে বড় শঙ্কা দেখা দিল। 

এদিকে অস্ট্রেলিয়াও বলেছে, এবারের অলিম্পিক স্থগিত করে ২০২১ সালে আয়োজন করা উচিত। 

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads