• মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪২৯

বাংলাদেশ

আ.লীগ সরকার কৃষিবান্ধব : তথ্য প্রতিমন্ত্রী

  • টাঙ্গাইল প্রতিনিধি
  • প্রকাশিত ২৮ জানুয়ারি ২০১৮

তথ্য প্রতিমন্ত্রী অ্যাডভোকেট তারানা হালিম বলেছেন, ‘বর্তমান সরকার কৃষিবান্ধব সরকার। এ সরকার কৃষকদের অধিকার সুনিশ্চিত করেছে।’ 

শনিবার টাঙ্গাইলের নাগরপুর উপজেলার ধুবড়িয়া ছেফাতুল্লাহ উচ্চ বিদ্যালয় মাঠে বাংলাদেশ টেলিভিশন আয়োজিত এক অনুষ্ঠানে এসব কথা বলেন প্রতিমন্ত্রী। অনুষ্ঠানে স্থানীয় কৃষকদের অংশগ্রহণে গ্রামীণ ঐতিহ্য, সংস্কৃতি ও লোকজ খেলাধুলা আয়োজন করা হয়। 

প্রতিমন্ত্রী বলেন, ‘কৃষক ভাইয়েরা দিনরাত পরিশ্রম করে আমাদের অন্নের ব্যবস্থা করেন। অর্থনীতির চাকাকে সচল রাখেন, গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন জাতীয় অর্থনীতিতে।’

তিনি বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ সরকার কৃষিবান্ধব, নারীবান্ধব এবং সাম্প্রদায়িক সম্প্রীতি অটুট রাখার প্রয়াস নিয়েছে। বিএনপি সরকারের আমলে সারের জন্য কৃষককে মরতে হয়েছে।  কিন্তু এখন কৃষকদের সারের জন্য আর জীবন দিতে হয় না বরং সারই কৃষকের পেছনে ঘুরে। কৃষকদের সুবিধার জন্যই কৃষি বাতায়ন ও কৃষি তথ্য-যার মাধ্যমে সহজেই কৃষি সম্পর্কিত বিভিন্ন ধরনের সমস্যার সমাধান পেতে পারেন কৃষকরা।’ 

উপজেলা নির্বাহী কর্মকর্তা আসমা শাহীনের সভাপতিত্বে অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. জাকিরুল ইসলাম উইলিয়াম, উপজেলা কৃষি কর্মকর্তা বিএম রাশেদুল আলম, নাগরপুর থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মাইন উদ্দিন, দৈনিক বাংলাদেশের খবরের বিশেষ প্রতিনিধি আসিফ উল আলম সোহান, বিশিষ্ট ব্যবসায়ী দুবাই জুট অ্যান্ড ব্যাগ করপোরেশনের সিইও মো. শফিকুল ইসলাম মিন্টনসহ উপজেলার বিভিন্ন স্তরের গণ্যমান্য ব্যক্তি। 

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads