• শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪২৯

বাংলাদেশ

‘নির্বাচন অবাধ, শান্তিপূর্ণ ও নিরপেক্ষ হবে’

  • প্রকাশিত ০৩ ফেব্রুয়ারি ২০১৮

প্রধান নির্বাচন কমিশনার খান মো. নূরুল হুদা বলেছেন, নির্বাচন অবাধ, শান্তিপূর্ণ ও নিরপেক্ষ হবে। নির্বাচনে অংশগ্রহণকারী সব দল একই সুযোগ-সুবিধা পাবে।

বিএনপিসহ সব দল একাদশ সংসদ নির্বাচনে অংশ নেবে এই আশাবাদ ব্যক্ত করে সিইসি বলেন, ‘অবশ্যই রাজনৈতিক অঙ্গনে বিএনপি একটি গুরুত্বপূর্ণ অবস্থানে রয়েছে। নির্বাচন অংশগ্রহণমূলক করতে একাদশ সংসদ নির্বাচনে বিএনপিসহ সব দল অংশ নেবে বলে তিনি আশা প্রকাশ করেন।’

শুক্রবার দুপুরে আগারগাঁওয়ে নির্বাচন ভবনে রাষ্ট্রপতি নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী বর্তমান রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের মনোনয়নপত্র নেয়ার সময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে সিইসি বলেন, ‘আমরা সব সময় বলছি নিরপেক্ষ থাকব। নির্বাচনে অংশগ্রহণকারী সব দল একই সুযোগ-সুবিধা পাবে। তবে নির্বাচনী মাঠে কোন দল কি প্রচারণা করবে, তা তাদের একান্তই নিজস্ব বিষয়।’

অপর এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘এখন পর্যন্ত জাতীয় নির্বাচনের পরিবেশ ভাল রয়েছে। মামলা হলে সেটি আদালতের ব্যাপার। আইনের বিষয়ে আমাদের বলার কিছু নেই।’

নূরুল হুদা বলেন, রাষ্ট্রপতি নির্বাচনে ৫ ফেব্রুয়ারি মনোনয়নপত্র দাখিলের শেষ সময়। মনোনয়নপত্র বাছাই ৭ ফেব্রুয়ারি। অন্য কোনো প্রার্থী মনোনয়নপত্র দাখিল না করলে বর্তমান রাষ্ট্রপতি মো. আবদুল হামিদকেই বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষণা করা হবে।

এদিকে রাষ্ট্রপতি পদে মো. আবদুল হামিদের পক্ষে জাতীয় সংসদের চীফ হুইপ আ স ম ফিরোজের নেতৃত্বে একটি প্রতিনিধি দল মনোনয়নপত্র আজ সংগ্রহ করেছেন। এ সময় ইসির ভারপ্রাপ্ত সচিব হেলালুদ্দীন আহমদ, হুইপ শহিদুজ্জামান সরকার, ইকবালুর রহমান, মো. শাহাবুদ্দীনসহ ইসি সচিবালয়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads