• বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪২৯

বাংলাদেশ

সিলেটে খালেদা জিয়া

  • প্রকাশিত ০৫ ফেব্রুয়ারি ২০১৮

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া সিলেট পৌঁছেছেন। সকাল ৯টায় সড়ক পথে রওয়ানা হয়ে বিকেল ৪টায় তিনি সিলেট পৌঁছান।

সুরমা নদীর উপর স্থাপিত হুমায়ুন রশিদ সেতু দিয়ে খালেদা জিয়া সিলেটে প্রবেশ করেন। সুরমা উপজেলায় পৌঁছলে বিএনপির অসংখ্য নেতা-কর্মী প্লাকার্ড, ফেস্টুন নিয়ে দলীয় নেত্রীকে স্বাগত জানান। সার্কিট হাউসে বিশ্রাম নেওয়ার পর তিনি হজরত শাহজালাল (র.) এর মাজার জিয়ারতের উদ্দেশে রওনা দেবেন।

এর আগে সোমবার সকালে প্রায় ৩০টি গাড়ির বহর নিয়ে সকাল সোয়া ৯টায় খালেদা জিয়া সিলেটের উদ্দেশে রওয়ানা দেন। এ সফরে খালেদা জিয়ার সঙ্গে আছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, আবদুল মঈন খান, আমীর খসরু মাহমুদ চৌধুরী, ভাইস চেয়ারম্যান শাহজাহান ওমর, বরকতউল্লাহ বুলু, যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ, নির্বাহী কমিটির সদস্য তাবিথ আউয়ালসহ আরো অনেকে।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads