• বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪২৯

বাংলাদেশ

‘উৎসে আয়করের মনিটরিং জোরদার করা হচ্ছে’

  • বাসস
  • প্রকাশিত ২২ ফেব্রুয়ারি ২০১৮

 

 

কর ফাঁকি রোধে উৎসে আয়করের মনিটরিং কার্যক্রম জোরদার করা হচ্ছে বলে জানিয়েছেন জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান মো. মোশাররফ হোসেন ভূঁইয়া।

তিনি বলেন, ‘আমাদের মোট আয়কর রাজস্বের ৫০ শতাংশ উৎসে কর থেকে আসে। এজন্য উৎসে কর সঠিকভাবে কর্তন করা হচ্ছে কিনা কিংবা কর্তন হলেও সময়মত জমা দেওয়া হচ্ছে কি-না এসব বিষয়ে মনিটারিং বাড়ানো জরুরী। পাশাপাশি কর কর্মকর্তারাও প্রতিষ্ঠানগুলোর নিকট থেকে উৎসে কর ঠিকমত আদায় করছে কিনা এ বিষয়টিও নজরে আনা দরকার। আমরা কর ফাঁকিরোধে এসব বিষয়ে মনিটারিং জোরদার করছি।’

মঙ্গলবার রাজধানীর সেগুনবাগিচায় ১২তলা সরকারি ভবনে করাঞ্চল-১-এর সম্মেলনকক্ষে কর কর্মকর্তাদের জন্য ‘ক্যাপাসিটি ব্লিডিং প্রোগ্রাম’র আওতায় উৎসে কর কর্তন বিষয়ক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

করাঞ্চল-১ এর কমিশনার মো. আলমগীর হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে এনবিআরের সদস্য (অডিট ইন্টেলিজেন্স এন্ড ইনভেস্টিগেশন) মীর মুস্তাক আলী, অতিরিক্ত কমিশনার লুৎফুল আজিম প্রমূখ বক্তব্য রাখেন।

রাজস্ব আয়ের লক্ষ্যমাত্রা অর্জনে উসে করের মনিটরিং কার্যক্রম জোরদারের পাশাপাশি কর জরিপ কার্যক্রমও জোরদার করা হচ্ছে উল্লেখ করে মোশাররফ হোসেন বলেন,‘আমাদের করনেট সম্প্রসারণের যথেষ্ট সম্ভাবনা রয়েছে। এজন্য জরিপের মাধ্যমে যারা করনেটের বাইরে রয়েছে তাদের করনেটে আনতে হবে। সে ক্ষেত্রে রাজস্ব কর্মকর্তাদের সক্ষমতা বাড়ানো জরুরি। প্রশিক্ষণের মাধ্যমে সেই সক্ষমতা বাড়ানো সম্ভব।’

তিনি রাজস্ব আয়ের লক্ষ্যমাত্রা অর্জনে কর কর্মকর্তাদের নিজের দায়িত্বের প্রতি যত্নশীল থেকে কর ফাঁকি রোধ করার আহবান জানান। তবে করদাতাদের সঙ্গে কর্মকর্তাদের ভয় দেখানো বা কোন ধরনের অসদাচরণ না করার নির্দেশ দেন তিনি।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads