• বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪২৮

বাংলাদেশ

খালেদার সঙ্গে নেতাদের দীর্ঘ সাক্ষাৎ

ক্ষুব্ধ ১৪ দলের শরিকরা

  • নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত ০৮ মার্চ ২০১৮

জেলখানায় বিএনপির স্থায়ী কমিটির সদস্যদের সঙ্গে চেয়ারপারসন খালেদা জিয়ার দীর্ঘ সাক্ষাৎ নিয়ে ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেছে ক্ষমতাসীন আওয়ামী লীগ নেতৃত্বাধীন ১৪ দলীয় জোটের শরিকরা। ওই সাক্ষাতের এখতিয়ার নিয়ে প্রশ্ন তুলে কোন রীতিতে তাদের এমন সুযোগ দেওয়া হয়েছে- জনগণের সামনে তা তুলে ধরার দাবিও জানিয়েছে তারা।

সূত্র জানায়, গতকাল বৃহস্পতিবার রাজধানীর ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার রাজনৈতিক কার্যালয়ে ১৪ দলের বৈঠকে জঙ্গিবাদ, আগামী নির্বাচন, দেশের আর্থ-সামাজিক পরিস্থিতির পাশাপাশি জেলখানায় বিএনপি নেতাদের ‘বৈঠকের’ বিষয়টিও গুরুত্বের সঙ্গে উঠে আসে। এ প্রসঙ্গে বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি ও সমাজকল্যাণমন্ত্রী রাশেদ খান মেনন, সাম্যবাদী দলের সাধারণ সম্পাদক ও সাবেক মন্ত্রী দিলীপ বড়ুয়া, জাসদ এক অংশের সভাপতি শরিফ নুরুল আম্বিয়াসহ শরিক দলের কয়েকজন নেতা কথা বলেন। বৈঠকের পর সংবাদ সম্মেলনেও সাংবাদিকদের প্রশ্নে বিষয়টি উঠে আসে।

বৈঠকে রাশেদ খান মেনন বলেন, আমরা এখানে যারা উপস্থিত আছি তাদের মধ্যে কমবেশি সবার জেল খাটার অভিজ্ঞতা রয়েছে। কিন্তু জেলখানায় বসে দলের নেতাকর্মীদের নিয়ে বৈঠক এর আগে কখনো দেখিনি। ট্রেড ইউনিয়নের নেতাদের মালিকপক্ষের সঙ্গে জেলে বৈঠক করতে দেখেছি। কিন্তু রাজনৈতিক দলের নেতাদের বৈঠক, আবার বাইরে বের হয়ে সংবাদ সম্মেলন করা- এটা কীভাবে সম্ভব। রাশেদ খান মেননের মতো প্রায় একই সুরে কথা বলেন দিলীপ বড়ুয়া। তিনিও বৈঠক করার এখতিয়ার নিয়ে প্রশ্ন তোলেন। বৈঠকের এখতিয়ার নিয়ে প্রশ্ন তুলে শরিফ নুরুল আম্বিয়া বলেন, আমি নিজেও দুইবার জেল খেটেছি। আমাদের আত্মীয়-স্বজনদের দেখা করার জন্য অনেক কাঠখড় পোড়াতে হয়েছে। আবার কিছুক্ষণ দেখা করার পরই সময় শেষ বলে দেওয়া হয়েছে। আমরা যতটুকু জানি, তাতে আত্মীয়-স্বজনরা দেখা করতে পারে। তবে, দলের নেতাকর্মীরা দেখা করে বৈঠক করবে, এটা কোন পদ্ধতিতে করা হয়েছে- তা জানা নেই। এর অনুমতি কে, কীভাবে দিয়েছে, সেটাও জানা দরকার। একই সঙ্গে বিষয়টি জনগণকে জানানোর জন্যও বলেন শরিক দলের এই নেতা।

সংবাদ সম্মেলনে জেলখানায় বিএনপি নেতাদের সাক্ষাতের দিকে ইঙ্গিত করে সরকারের সঙ্গে কোনো সমঝোতা হয়েছে কি না- জানতে চাইলে ১৪ দলের মুখপাত্র মোহাম্মদ নাসিম বলেন, বিএনপি-জামায়াতের সঙ্গে আওয়ামী লীগের সমঝোতা হওয়ার কোনো সম্ভাবনা নেই। কারণ, একাত্তর ও পঁচাত্তরের ঘাতকদের সঙ্গে আওয়ামী লীগের কোনো সমঝোতা হতে পারে না। আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী উদার বলেই তিনি অনুমতি দিয়েছেন।

গত ৭ মার্চ বুধবার নাজিমউদ্দিন রোডের পুরনো কেন্দ্রীয় কারাগারে খালেদা জিয়ার সঙ্গে দেখা করেন বিএনপির স্থায়ী কমিটির সাত সদস্যসহ আটজন।  বেলা সোয়া ৩টা থেকে সোয়া এক ঘণ্টার ওই সাক্ষাৎ শেষে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, দেশ ও গণতন্ত্রের জন্য দলের চেয়ারপারসন কারাবন্দি খালেদা জিয়া যেকোনো ত্যাগ স্বীকার করতে প্রস্তুত রয়েছেন। বিএনপি চেয়ারপারসন গত ৮ ফেব্রুয়ারি কারাগারে যাওয়ার পর দলের সিনিয়র নেতাদের সঙ্গে এটাই ছিল প্রথম সাক্ষাৎ।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads