• বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪২৯

বাংলাদেশ

আবারো বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোকে শিক্ষামন্ত্রীর হুশিয়ারি

  • নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত ১১ মার্চ ২০১৮

শর্তপূরণে ব্যর্থ বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোকে আবারো হুশিয়ার করেছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। এই প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে সরকার আইনগত ব্যবস্থা নেবে বলে গতকাল রোববার উল্লেখ করেন তিনি।


রাজধানীর ফার্মগেটে কৃষিবিদ ইনস্টিটিউশন মিলনায়তনে সেন্ট্রাল উইমেন্স ইউনিভার্সিটির দ্বিতীয় সমাবর্তন অনুষ্ঠানে মন্ত্রী বলেন, ‘নিজস্ব ক্যাম্পাসে যাওয়াসহ নির্ধারিত শর্তপূরণে ব্যর্থ বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোর বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।’ বিশ্ববিদ্যালয়ের আচার্য ও রাষ্ট্রপতি আবদুল হামিদের প্রতিনিধি হিসেবে অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শিক্ষামন্ত্রী।


নাহিদ বলেন, ‘বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলো দেশের অর্থনৈতিক ও সামাজিক অগ্রগতিতে অবদান রাখছে। উচ্চশিক্ষার প্রত্যাশিত মান নিশ্চিত ও উচ্চশিক্ষা প্রতিষ্ঠানগুলোকে বিশ্বমানে উন্নীত করতে সরকার অধিক তদারকি করছে।’ এ সময় বিশ্ববিদ্যালয়গুলোয় শিক্ষার পরিবেশ ও গুণগত মান বাড়ানোর পাশাপাশি জ্ঞানচর্চা, গবেষণা ও নতুন জ্ঞান সৃষ্টির ওপর জোর দেন শিক্ষামন্ত্রী। শিক্ষামন্ত্রী বলেন, ‘শিক্ষার গুণগত মান বাড়ানো সরকারের অন্যতম লক্ষ্য। আদর্শ জাতি গঠনে নৈতিক শিক্ষা খুবই জরুরি।’


সমাবর্তনে মূল বক্তা ছিলেন রাষ্ট্রবিজ্ঞানী ও লেখক ড. রওনক জাহান। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) চেয়ারম্যান অধ্যাপক ড. আবদুল মান্নান, সেন্ট্রাল উইমেন্স বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. পারভীন হাসান ও বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান কাজী জাহেদুল ইসলাম প্রমুখ। সমাবর্তনে ১ হাজার ৪৬১ শিক্ষার্থীকে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি দেওয়া হয়। ছয় শিক্ষার্থী চ্যান্সেলর স্বর্ণপদক ও ১০ জন পান ভাইস চ্যান্সেলর স্বর্ণপদক। শিক্ষামন্ত্রী কৃতী শিক্ষার্থীদের হাতে পদক তুলে দেন।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads