• বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪২৯

বিদেশে কর্মরত বাংলাদেশি শ্রমিক

সংগৃহীত

বাংলাদেশ

'দক্ষ ও প্রশিক্ষিত কর্মী প্রতারণার শিকার হয় না'

  • বাসস
  • প্রকাশিত ২৫ মার্চ ২০১৮

প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব ড. নমিতা হালদার (এনডিসি) বলেন, নিরাপদ অভিবাসন নিশ্চিতের লক্ষ্যে দক্ষ ও প্রশিক্ষিত কর্মী প্রেরণ করতে হবে। দক্ষ ও প্রশিক্ষিত কর্মী প্রতারণার শিকার হয় না।

রোববার রাজধানীর সিরডাপ মিলনায়তনে স্বল্পোন্নত দেশ হতে বাংলাদেশের উত্তরণের পরিপ্রেক্ষিতে আয়োজিত ‘সেবা সপ্তাহ’ উপলক্ষে “স্বল্প ব্যয় ও নিরাপদ অভিবাসন নাগরিক দায়িত্ব” শীর্ষক সেমিনারে তিনি একথা বলেন।

তিনি বলেন, একটি চক্র সবসময় ভিসা ট্রেডিং করে আসছে। ভিসা ট্রেডিং বন্ধ করলে স্বল্প ব্যয়ে কর্মী প্রেরণ করা সম্ভব হবে। সে লক্ষ্যে ভিসা ট্রেডিং চক্রের বিরুদ্ধে সকলকে সোচ্চার হওয়ার আহবান জানান তিনি।

এতে অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন বাংলাদেশ এসোসিয়েশন ইন্টারন্যাশনাল রিক্রুটিং এজেন্সীস (বায়রা)-এর মহাসচিব মো. রুহুল আমিন স্বপন, মিডিয়া ব্যক্তিত্ব ও শ্রম অভিবাসন বিশ্লেষক হাসান আহমেদ চৌধুরী কিরণ, বায়রা’র যুগ্ম মহাসচিব শামীম আহমেদ চৌধুরী নোমান, ওয়্যারবী’র চেয়ারম্যান সৈয়দ সাইফুল হক, বেসরকারি প্রতিষ্ঠান বে-ইস্টার্ন এর ব্যবস্থাপনা পরিচালক মিস ফারাহ আনজুম বারী ইত্যাদি।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads