• শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪২৯

বাংলাদেশ

রোহিঙ্গা সমস্যা সমাধানে সঠিক পথেই হাঁটছে সরকার

  • নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত ০২ এপ্রিল ২০১৮

রাখাইন রাজ্যে নিরাপত্তা নিশ্চিত করে রোহিঙ্গা প্রত্যাবাসন করতে হবে বলে মনে করেন পররাষ্ট্র সচিব শহীদুল হক। সোমবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে আয়োজিত এক সম্মেলনে পররাষ্ট্র সচিব এমন অভিমত ব্যক্ত করেন। রোহিঙ্গা শরণার্থীদের সংকটের টেকসই সমাধানের বিষয়ে আলোচনা করতে সম্মেলনটি আয়োজন করা হয়।

শহীদুল হক বলেন, রোহিঙ্গা সমস্যার সমাধানে সরকার সঠিক পথেই আছে। এ ক্ষেত্রে বাংলাদেশ শান্তিপূর্ণভাবে সমস্যার সমাধানের জন্য চেষ্টা করছে।

এ সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের শিক্ষক ড. ইমতিয়াজ আহমেদ বলেন, মিয়ানমার তার রাখাইন রাজ্যের নিরাপত্তা নিশ্চিত কবে কখন কীভাবে করে, এর ওপরই নির্ভর করছে রোহিঙ্গা সমস্যার সমাধানের বিষয়টি।

আসছে বর্ষা মৌসুমে রোহিঙ্গাদের নানামুখী ভোগান্তিতে পড়তে হবে বলেও উল্লেখ করেন সংশ্লিষ্টরা। তাঁরা বলেন, এ ব্যাপারে এখনই সরকারসহ সব সংস্থাকে কার্যকর ব্যবস্থা নিতে হবে।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads