• বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪২৯

বাংলাদেশ

বিএনপি নেতাদের তথ্য চেয়ে সাত ব্যাংকে দুদকের চিঠি

  • নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত ০৪ এপ্রিল ২০১৮

বিএনপির শীর্ষ পর্যায়ের আট নেতাসহ ১০ জনের ১২৫ কোটি টাকার লেনদেনের অভিযোগ তদন্তের জন্য সাত ব্যাংককের কাছে তথ্য চেয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।  বুধবার এই চিঠি ব্যাংকগুলোকে পাঠানো হয়েছে বলে জানান দুদকের অনুসন্ধান কর্মকর্তা সামসুল আলম।

সাংবাদিকদের সামসুল আলম বলেছেন, ‘আমরা তাদের বিভিন্ন সময়ের লেনদেনের স্টেইটমেন্ট চেয়েছি।’  

চিঠিতে বলা হয়, ৩০ দিনে তাদের অ্যাকাউন্ট থেকে মানিলন্ডারিং ও সন্দেহজনক লেনদেনের মাধ‌্যমে ১২৫ কোটি টাকা লেনদেনসহ জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ।

বিএনপির যেসব নেতার বিরুদ্ধে দুদকের এই অভিযোগ তারা হলেন- বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন, মির্জা আব্বাস, আমীর খসরু মাহমুদ চৌধুরী, নজরুল ইসলাম খান, ভাইস চেয়ারম্যান আবদুল আউয়াল মিন্টু, এম মোরশেদ খান, যুগ্ম-মহাসচিব হাবিব-উন-নবী খান সোহেল ও নির্বাহী সদস্য তাবিথ আউয়াল।  

যেসব ব্যাংককে দুদক চিঠি পাঠিয়েছে সেগুলো হলো- এইচএসবিসি, স্ট‌্যান্ডার্ড চার্টার্ড, ডাচ্‌-বাংলা, ন‌্যাশনাল, ফার্স্ট সিকিউরিটি ইসলামী, আরব বাংলাদেশ ও ঢাকা ব‌্যাংক।  চিঠিতে সংশ্লিষ্ট ব্যক্তিদের যাবতীয় হিসাবের বিস্তারিত তথ্য চাওয়া হয়েছে।  

দুদকের এক কর্মকর্তা জানান, বিএনপির ওই নেতারা এই সাতসহ বিভিন্ন বেসরকারি ব‌্যাংকের কর্মকর্তাদের যোগসাজশে বিদেশে টাকা পাচারসহ বিভিন্ন নাশকতায় অর্থ লেনদেন করে যাচ্ছেন বলে একটি অভিযোগ দুদকে আসে।

তবে আমীর খসরু মাহমুদ চৌধুরী মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে বলেন, ‘বাংলা ইনসাইডারের মতো আওয়ামী লীগ ২৫টি পোর্টাল করেছে মিথ্যা নিউজ প্রচারের জন্য।  ইতোমধ্যে প্রতিনিয়ত এই অপপ্রচার আপনারা দেখতে পারছেন। আগামীতে এরকম মিথ্যাচার আরো দেখবেন।’

 

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads