• শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪২৯

বাংলাদেশ

আলোচনায় বসতে প্রস্তুত আন্দোলনকারীরা

  • নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত ০৯ এপ্রিল ২০১৮

সরকারি চাকরিতে কোটাব্যবস্থা সংস্কারের দাবিতে শাহবাগে আন্দোলনরত চাকরিপ্রত্যাশীরা বলেছেন, তারা তাদের দাবি নিয়ে সরকারের সঙ্গে আলোচনায় বসতে প্রস্তুত আছেন। তবে কোথায়, কীভাবে তারা সরকারের সঙ্গে আলোচনা করবেন, তা বুঝতে পারছেন না।

সোমবার সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় লাইব্রেরির সামনে এক সংবাদ সম্মেলনে আন্দোলনকারীরা এ কথা বলেন।

আন্দোলনকারীদের সংগঠন বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের নেতারা এ সময় উপস্থিত ছিলেন।

সংগঠনের যুগ্ম আহ্বায়ক মো. রাশেদ খান বলেন, ‘আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির নানক বলেছেন, সরকার আন্দোলনকারীদের সঙ্গে বসতে চায়। আমরা অধীর আগ্রহে সরকারের দিকে তাকিয়ে আছি। কিন্তু এখন পর্যন্ত সরকারের পক্ষ থেকে আলোচনার জন্য কেউ আমাদের সঙ্গে যোগাযোগ করেনি।’ তিনি আরও বলেন, ‘সাংবাদিকদের মাধ্যমে সরকারকে জানাতে চাই, আলোচনার জন্য আমরা প্রস্তুত হয়ে আছি।’

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads