• বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪২৯

ছবি: সংগৃহীত

বাংলাদেশ

এবারো কালো টাকা সাদার সুযোগ অব্যাহত থাকবে

  • নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত ১৮ এপ্রিল ২০১৮

জরিমানা দিয়ে অপ্রদর্শিত অর্থ (কালো টাকা) সাদা করার সুযোগ আগামীতেও অব্যাহত থাকবে।  মঙ্গলবার এক প্রাক-বাজেট আলোচনায় জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান ড. মোশাররফ হোসেন ভূঁইয়া এ কথা জানান।

সভায় আগামী পাঁচ বছরের জন্য আবাসন খাতে অপ্রদর্শিত অর্থ (কালো টাকা) বিনিয়োগের সুযোগ দেওয়ার দাবি জানায় রিহ্যাব। তাদের সেই দাবির পরিপ্রেক্ষিতে এনবিআর চেয়ারম্যান বলেন, আয় করার পর যে অর্থ আয়কর হিসাবে দেখানো হয় না, সেটাই কালো টাকা বা অপ্রদর্শিত অর্থ। কালো টাকা সাদা করার সুযোগ বর্তমানে রয়েছে এবং আগামীতেও তা অব্যাহত থাকবে। এ সুযোগ না থাকলে টাকা পাচার হয়ে যেতে পারে বলেও মন্তব্য করেন তিনি।

এনবিআর কার্যালয়ের এই আলোচনায় রিহ্যাবের পাশাপাশি অটো রি-রোলিং অ্যান্ড স্টিল মিলস অ্যাসোসিয়েশন, সিমেন্ট ম্যানুফ্যাকচার্স অ্যাসোসিয়েশন, বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব কনস্ট্রাকশন ইন্ডাস্ট্রি, ওষুধ শিল্প সমিতির প্রতিনিধিরা আগামী বাজেটের জন্য তাদের বিভিন্ন প্রস্তাবনা তুলে ধরেন।

আলোচনায় অংশ নিয়ে রিহ্যাবের প্রথম সহসভাপতি লিয়াকত আলী ভূঁইয়া বলেন, ‘আমরা কালো টাকা সাদা করার কথা বলছি না। অপ্রদর্শিত অর্থ (ইনকাম ট্যাক্সে দেখানো হয়নি) আগামী পাঁচ বছরের জন্য আবাসন খাতে বিনিয়োগের সুযোগ দেওয়ার জন্য আহ্বান জানাচ্ছি। এ সুযোগ দেওয়ার যৌক্তিকতা তুলে ধরে রিহ্যাবের পক্ষ থেকে বলা হয়, বর্তমানে বিভিন্ন দেশে ‘সেকেন্ড হোম’ গ্রহণের সুযোগ থাকায় প্রচুর অর্থ বিদেশে চলে যাচ্ছে। ওইসব দেশে ফ্ল্যাট বা অ্যাপার্টম্যান্ট ক্রয়ে অর্থের উৎস সম্পর্কে প্রশ্ন তোলা হয় না। অপ্রদির্শত অর্থ দেশে বিনিয়োগের সুযোগ দেওয়া হলে ভবিষ্যতে ওইসব বিনিয়োগকারী করের আওতায় চলে আসবে, এতে সরকারের রাজস্ব আয় বাড়বে।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads