• মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪২৯

ছবি - সংগৃহীত

বাংলাদেশ

পুলিৎজার পুরস্কারে প্রথম বাংলাদেশি পনির হোসেন

অনুসন্ধানী প্রতিবেদনে যৌথভাবে জয়ী নিউইয়র্ক টাইমস ও ওয়াশিংটন পোস্ট

  • ডেস্ক রিপোর্ট
  • প্রকাশিত ১৮ এপ্রিল ২০১৮

সাংবাদিকতায় অস্কার হিসেবে খ্যাত পুলিৎজার পুরস্কার জয়ীদের দলে প্রথমবারের মতো উঠেছে এক বাংলাদেশির নাম। স্থানীয় সময় গত সোমবার যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে আমেরিকান সাংবাদিকতার সর্বোচ্চ পুরস্কারটির জয়ীদের নাম ঘোষণা করা হয়। রোহিঙ্গাদের চরম দুর্ভোগ নিয়ে প্রতিবেদন ও হূদয়বিদারক কিছু ছবির জন্য পুরস্কার পেয়েছে বার্তা সংস্থা রয়টার্স। পুরস্কৃত সাত আলোকচিত্রীর দলে রয়েছেন বাংলাদেশের মোহাম্মদ পনির হোসেন।

ফিলিপাইনের প্রেসিডেন্ট রদ্রিগো দুতের্তের মাদকবিরোধী যুদ্ধ ও পুলিশের কিলিং স্কোয়াড নিয়ে রয়টার্সের অনুসন্ধানী প্রতিবেদন আন্তর্জাতিক প্রতিবেদন বিভাগে পুরস্কার জিতে নেয়। এ ছাড়া মিয়ানমারে দমন-পীড়নের শিকার ও বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের নিয়ে ডকুমেন্টারি আলোকচিত্রের জন্য ফটোগ্রাফি বিভাগের পুরস্কার লাভ করে বার্তা সংস্থাটি। এই প্রথম সংবাদমাধ্যমটি একসঙ্গে দুই বিভাগে পুরস্কার লাভ করল।

রয়টার্সে প্রকাশিত পুরস্কৃত ১২টি ছবির মধ্যে পনিরের ৩টি রয়েছে। এগুলো হলো— ৪০ দিন বয়সী মৃত সন্তানকে বুকে জড়িয়ে মায়ের বার বার মুখে চুমু খাওয়া ও কান্না, সীমান্তের কাছে বাংলাদেশে প্রবেশের অপেক্ষায় থাকা একদল রোহিঙ্গার বৃষ্টি থেকে বাঁচার চেষ্টা এবং ভেলায় চড়ে নদীপথে বাংলাদেশে আসছে একদল রোহিঙ্গা।

এবার শ্রেষ্ঠ অনুসন্ধানী প্রতিবেদন বিভাগে পুরস্কার ভাগাভাগি করে নিয়েছে নিউইয়র্ক টাইমস ও ওয়াশিংটন পোস্ট। যথাক্রমে হলিউডে যৌন নির্যাতন ও ২০১৬ সালের মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে রাশিয়ার হস্তক্ষেপের বিষয়ে প্রতিবেদনের জন্য এই পুরস্কার পায় পত্রিকা দুটি।

হলিউডের বিখ্যাত ও প্রভাবশালী প্রযোজক হার্ভে ওয়েইনস্টেইনের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ নিয়ে প্রতিবেদন প্রকাশ করে নিউইয়র্ক টাইমস ও নিউইয়র্কার ম্যাগাজিন পুরস্কার লাভ করে। ওয়েইনস্টেইনের বিরুদ্ধে অসংখ্য অভিনেত্রী যৌন অসদাচরণ ও ধর্ষণের অভিযোগ এনেছেন। হ্যাশট্যাগ ‘মি টু’ ও ‘টাইমস আপ’-এর মাধ্যমে যৌন হয়রানির বিরুদ্ধে নারীদের মুখ খোলার বিষয় নিয়ে ধারাবাহিক প্রতিবেদন করেন নিউইয়র্ক টাইমসের প্রতিবেদক জোদি কান্তোর ও মেগান তোহে। অপরদিকে ওয়েইনস্টেইনের বিরুদ্ধে অভিযোগ নিয়ে অনুসন্ধানী প্রতিবেদন করেন নিউইয়র্কার ম্যাগাজিনের রোনান ফ্যারো।

আলাবামা অঙ্গরাজ্যের সিনেটর প্রার্থী রয় মুরের বিরুদ্ধেও এক কিশোরীকে যৌন হয়রানির অভিযোগ ওঠে। এ নিয়ে ওয়াশিংটন পোস্টের অনুসন্ধানী প্রতিবেদনের জেরে রিপাবলিকান পার্টির এই প্রার্থী নির্বাচনেও পরাজিত হন। এ ছাড়া মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে রুশ হস্তক্ষেপের বিষয়েও অনুসন্ধানী প্রতিবেদন করে নিউইয়র্ক টাইমসের সঙ্গে যৌথভাবে আরেকটি পুরস্কার লাভ করে পত্রিকাটি।

১৯১৭ সাল থেকে শুরু হওয়া পুলিৎজার পুরস্কারের জন্য এ বছর ২ হাজার ৪০০ প্রতিবেদন জমা পড়েছিল বলে জানিয়েছে বিবিসি।

পুলিৎজার পুরস্কার সাহিত্য ও শিল্পের বিভিন্ন ক্যাটাগরিতেও দেওয়া হয়। সঙ্গীতে এ বছর প্রথমবারের মতো কোনো নন-ক্লাসিক্যাল/জ্যাজ শিল্পী হিসেবে পুরস্কার জিতেছেন র্যাপার ক্যান্ড্রিক লামার।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads