• মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪২৯

বাংলাদেশ

খালেদা জিয়ার স্বাস্থ্যের অবনতির দায় সরকারকেই নিতে হবে : মির্জা ফখরুল

  • নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত ২১ এপ্রিল ২০১৮

কারাগারে খালেদা জিয়ার স্বাস্থ্যের অবনতির দায় সরকারকেই নিতে হবে বলে হুঁশিয়ার করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এক সংবাদ সম্মেলনে মির্জা ফখরুল এ কথা বলেন। শনিবার বেলা সোয়া ১১টার নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এই সংবাদ সম্মেলন হয়। নোংরা রাজনীতি না করে খালেদা জিয়াকে মুক্তি দিয়ে সুচিকিৎসার ব্যবস্থা করার আহ্বান জানান মির্জা ফখরুল।

বিএনপির মহাসচিব বলেন, ‘খালেদা জিয়ার স্বাস্থ্য কারাগারে ক্রমেই অবনতির দিকে যাচ্ছে বলে আমরা যে খবর পাচ্ছি। এতে সারা দেশ-জাতি উৎকণ্ঠিত।’  শুক্রবার খালেদা জিয়ার পরিবারের সদস্যরা তার সঙ্গে দেখা করতে পারেননি বলে অভিযোগ করেন মির্জা ফখরুল। তিনি বলেন, ‘১৮ এপ্রিল আমিসহ আমাদের জাতীয় স্থায়ী কমিটির সদস্য জনাব মির্জা আব্বাস ও জনাব নজরুল ইসলাম খানকে ফিরিয়ে দেওয়া হয়েছে। অথচ সুস্পষ্টভাবে কোনো কারণ দেখানো হয়নি। জেলের ভেতর থেকে টেলিফোনের মাধ্যমে জনাব মির্জা আব্বাসকে জানান যে আজ সম্ভব হচ্ছে না।’

মহাসচিব আরো জানান, কারাগারের যে ধরনের কক্ষে তাকে রাখা হয়েছে, তা সংবিধানপরিপন্থী। সরকারি ডাক্তারদের সুপারিশকৃত অর্থোপেডিক বেড তাকে সরবরাহ করা হয়নি। তার ব্যক্তিগত চিকিৎসকদের দিয়ে চিকিৎসা করানো ব্যবস্থাও করা হয়নি। দলের নেতৃবৃন্দ ও পরিবারের সদস্যদের তার সঙ্গে দেখা না করতে দেওয়াটাও অত্যন্ত হীন উদ্দেশ্যমূলক।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন, মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, নজরুল ইসলাম খান, আমীর খসরু মাহমুদ চৌধুরী, জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী প্রমুখ।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads