• শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪২৯

ফাইল ছবি

বাংলাদেশ

জ্যেষ্ঠতা লঙ্ঘন করে ডিপিডিসিতে পদোন্নতি

  • রানা হানিফ
  • প্রকাশিত ২২ এপ্রিল ২০১৮

জ্যেষ্ঠতা লঙ্ঘন করে পদোন্নতির অভিযোগ উঠেছে বিদ্যুৎ বিতরণকারী সংস্থা ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানির (ডিপিডিসি) বিরুদ্ধে। দলীয় পরিচয় ও আর্থিক লেনদেনের ভিত্তিতে প্রায় ১৫ জন জ্যেষ্ঠ নির্বাহী প্রকৌশলীকে ডিঙিয়ে এই পদোন্নতি দেওয়া হয়েছে বলে অভিযোগ।

ডিপিডিসি সূত্রে জানা যায়, ২০১৪ সালের ২ মার্চ সংস্থাটির নির্বাহী প্রকৌশলীদের বেতন-ভাতা ও জ্যেষ্ঠতার ভিত্তিতে একটি তালিকা প্রণয়ন করা হয়। ডিপিডিসির তৎকালীন ব্যবস্থাপনা পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল নজরুল হাসান স্বাক্ষরিত দাফতরিক সেই আদেশে (স্মারক নম্বর ডিপিডিসিএইচআর/ ডিজিএম/ প্রমোশন অফিসার (পি-৪) ২০১৪/৯৭০) মোট ৫০ জন নির্বাহী প্রকৌশলী হিসেবে পদোন্নতি পান। পরবর্তীতে মৃত ও অবসরপ্রাপ্তদের বাদ দিয়ে বাকি ৩০ জনের তালিকা তৈরি করা হয়।

চলতি বছর নির্বাহী প্রকৌশলী থেকে তত্ত্বাবধায়ক প্রকৌশলী পদে পদোন্নতির জন্য ডিপিডিসির পরিচালনা পর্ষদের অনুমোদনক্রমে একটি পদোন্নতি ও পদায়ন বোর্ড গঠন করা হয়। বিদ্যুৎ সচিব ও ডিপিডিসির পরিচালনা পর্ষদের চেয়ারম্যান ড. আহমদ কায়কাউসকে সভাপতি করে গঠিত ছয় সদস্যের কমিটিতে ছিলেন ডিপিডিসির ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী বিকাশ দেওয়ান, নির্বাহী পরিচালক (প্রশাসন) আবু তাজ মো. জাকির হোসেন, পরিচালনা পর্ষদের সদস্য ও ডেসকোর ব্যবস্থাপনা পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. শহীদ সারোয়ার, পিডিবির সদস্য (বিতরণ) মো. ফখরুজ্জামান ও বুয়েটের ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষক অধ্যাপক সত্য প্রসাদ মজুমদার।

নির্বাহী প্রকৌশলীদের দুই ধাপে মৌখিক পরীক্ষা নেওয়ার পর ১২ জনকে তত্ত্বাবধায়ক প্রকৌশলী পদে পদোন্নতির সুপারিশ করে কমিটি। গত রোববার ডিপিডিসির বোর্ড সভায় তালিকাটি অনুমোদিত হয়। গত মঙ্গলবার তালিকাটি প্রকাশ করে প্রজ্ঞাপন জারি করা হয়। অভিযোগ রয়েছে, কমিটির সদস্য আবু তাজ মো. জাকির হোসেন আর্থিক লেনদেনের ভিত্তিতে জ্যেষ্ঠতা লঙ্ঘন করে এই তালিকা চূড়ান্ত করেন।

নতুন তালিকায় দেখা যায়, ডেমরা এনওসিএস-এর তত্ত্বাবধায়ক প্রকৌশলী হিসেবে পদায়ন করা হয়েছে শ্রীবাস চন্দ্র বিশ্বাসকে। ২০১৪ সালের জ্যেষ্ঠতার তালিকায় তার অবস্থান ১৮ নম্বরে। লালবাগ এনওসিএস-এর তত্ত্বাবধায়ক প্রকৌশলী হিসেবে পদায়ন করা হয়েছে মো. শাহজাহান আলীকে। জ্যেষ্ঠতার তালিকায় তার অবস্থান ছিল ১৯ নম্বরে। মগবাজার এনওসিএস-এর তত্ত্বাবধায়ক প্রকৌশলী হিসেবে দায়িত্ব পেয়েছেন মর্তুজা কামরুল আলম। জ্যেষ্ঠতার তালিকার ২০ নম্বরে তার অবস্থান। বেগম ফজিলাতুন নেসাকে বিতরণ (পরিকল্পনা) বিভাগের তত্ত্বাবধায়ক প্রকৌশলী হিসেবে পদায়ন করা হয়েছে। জ্যেষ্ঠতার তালিকায় তার অবস্থান ২৫ নম্বরে।

পদোন্নতি না পাওয়া জ্যেষ্ঠতার তালিকায় শীর্ষ পাঁচজনের মধ্যে থাকা একাধিক নির্বাহী প্রকৌশলী বাংলাদেশের খবরকে বলেন, বড় ধরনের আর্থিক লেনদেনের ভিত্তিতে পদোন্নতি দেওয়া হয়েছে। প্রায় ১৫ জনকে সুপারসিড করে পদোন্নতি করা হয়েছে। তারা অভিযোগ করেন, জাকির হোসেনের সঙ্গে সম্পর্ক ভালো না থাকা ও ঘুষ না দেওয়ায় তাদের মতো অনেকেই পদোন্নতিবঞ্চিত হয়েছেন।

তবে আর্থিক লেনদেনের বিষয়টি অস্বীকার করে জাকির হোসেন বলেন, জ্যেষ্ঠতা নয়, মেধা ও কর্মদক্ষতার ভিত্তিতে পদোন্নতি দেওয়া হয়েছে। পদোন্নতি ও পদায়ন কমিটি ৩০ জন নির্বাহী প্রকৌশলীর ২০ নম্বরের মৌখিক পরীক্ষা নিয়েছেন। সেখান থেকে সর্বোচ্চ নম্বরের ভিত্তিতে এই তালিকা করা হয়েছে।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads