• মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪২৯

জনসাধারণের সচেতনতা ও সম্পৃক্ততা বাড়াতে শোভাযাত্রা ও সমাবেশ অনুষ্ঠিত হয়

ছবি: বাংলাদেশের খবর

বাংলাদেশ

‘বিয়ের আগে পরীক্ষা করলে রক্ত, সন্তান থাকবে থ্যালাসেমিয়ামুক্ত’

  • নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত ০৯ মে ২০১৮

বিভিন্ন আয়োজনের মধ্য দিয়ে মঙ্গলবার ঢাকাসহ দেশজুড়ে পালিত হয় বিশ্ব থ্যালাসেমিয়া দিবস। রোগটির বিষয়ে জনসাধারণের সচেতনতা ও সম্পৃক্ততা বাড়াতে শোভাযাত্রা ও সমাবেশ অনুষ্ঠিত হয় সরকারি ও বেসরকারি উদ্যোগে। দিবসটির এবারের প্রতিপাদ্য ‘বিয়ের আগে পরীক্ষা করলে রক্ত, সন্তান থাকবে থ্যালাসেমিয়ামুক্ত’-এর সঙ্গে মিল রেখে আলোচনা সভার আয়োজন করা হয়।

আলোচকরা জানান, স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয় ১০ জানুয়ারি রোগটিকে ‘গুরুত্বপূর্ণ জনস্বাস্থ্য সমস্যা’ হিসেবে চিহ্নিত করে। পাশাপাশি রোগটির নিয়ন্ত্রণে মন্ত্রণালয় দেশজুড়ে জাতীয় কর্মসূচি ঘোষণা করে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার এক প্রতিবেদন মতে, এ দেশে অন্তত পৌনে দুই কোটি মানুষ এ রোগের বাহক। থ্যালাসেমিয়া জিনগত রক্তরোগ, যা উত্তরাধিকার সূত্রে বাবা-মায়ের কাছ থেকে শিশুরা পেয়ে থাকে।

দিবসটি উপলক্ষে স্বাস্থ্য অধিদফতর এক কর্মশালার আয়োজন করে। ঢাকার জাতীয় বক্ষব্যাধি ইনস্টিটিউট ও হাসপাতালের ন্যাশনাল অ্যাজমা সেন্টারের কনফারেন্স কক্ষে আয়োজিত এ কর্মশালায় প্রধান অতিথি ছিলেন স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) ডা. নাসিমা সুলতানা। আলোচক ছিলেন অধিদফতরের কর্মকর্তা ডা. নুর মোহাম্মাদ।

উত্তরার ল্যাব ওয়ান থ্যালাসেমিয়া হাসপাতালে মঙ্গলবার সকাল ১০টা থেকে বেলা ৩টা পর্যন্ত আয়োজন করা হয় বৈজ্ঞানিক প্রবন্ধ পাঠ ও আলোচনা অনুষ্ঠান।

এ ছাড়া দিবসটি পালন উপলক্ষে স্বাস্থ্য মন্ত্রণালয়ের নির্দেশে মঙ্গলবার সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত সারা দেশের মেডিকেল কলেজ, বিভাগীয় স্বাস্থ্য কার্যালয়, সিভিল সার্জন কার্যালয় ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উদ্যোগে শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

স্বাস্থ্য অধিদফতরের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, দিবসটি উপলক্ষে মঙ্গলবার রাজশাহী মেডিকেল কলেজ ও হাসপাতালে থ্যালাসেমিয়া সচেতনতামূলক পোস্টার ও লিফলেট বিতরণ, স্বেচ্ছায় রক্তদান ও বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচি পালিত হয়। থ্যালাসেমিয়া রোগীদের বিনাশর্তে রক্তদানের অঙ্গীকার গ্রহণ ও চিকিৎসকদের সঙ্গে আলোচনা সভার আয়োজন করে দিনাজপুরের এম আবদুর রহিম মেডিকেল কলেজ ও হাসপাতাল।

বিশ্ব রেড ক্রস দিবস পালিত : অন্যান্য দেশের মতো এদেশেও মঙ্গলবার যথাযোগ্য মর্যাদায় নানা কর্মসূচির মধ্য দিয়ে পালিত হয় বিশ্ব রেড ক্রস ও রেড ক্রিসেন্ট দিবস। দিবসটি উপলক্ষে কর্মসূচির মধ্যে ছিল জাতীয় ও রেড ক্রিসেন্ট পতাকা উত্তোলন, আলোচনা সভা, রেড ক্রিসেন্ট অ্যাওয়ার্ড প্রদান, স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি ও চিকিৎসাধীন রোগীদের শুভেচ্ছা উপহার বিতরণ।

মঙ্গলবার সকাল ৯টায় রেড ক্রিসেন্ট সোসাইটির জাতীয় সদর দফতরে জাতীয় ও রেড ক্রিসেন্ট পতাকা উত্তোলন করা হয়। সকাল ১০টায় হলি ফ্যামিলি রেড ক্রিসেন্ট মেডিকেল কলেজ ও হাসপাতাল প্রাঙ্গণে দিনব্যাপী স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি, সদস্য ও তহবিল সংগ্রহ অভিযান অনুষ্ঠিত হয়। দুপুর ১২টায় হলি ফ্যামিলি রেড ক্রিসেন্ট মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রোগীদের মধ্যে শুভেচ্ছা উপহার বিতরণ করা হয়। বিকাল ৪টায় ছিল হলি ফ্যামিলি মিলনায়তনে আলোচনা সভা, রেড ক্রিসেন্ট অ্যাওয়ার্ড প্রদান, পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads