• বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪২৯

প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়

সংগৃহীত ছবি

বাংলাদেশ

ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ড বিলের প্রতিবেদন চূড়ান্ত

  • নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত ১১ মে ২০১৮

জাতীয় সংসদে উত্থাপিত ‘ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ড বিল-২০১৮’ যাচাই-বাছাই শেষে প্রতিবেদন চূড়ান্ত করেছে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি। বুধবার কমিটির বৈঠকে জাতীয় সংসদের আগামী অধিবেশনে এ সংক্রান্ত প্রতিবেদন উপস্থাপনের সিদ্ধান্ত নেওয়া হয়।

বৈঠকে সভাপতিত্ব করেন কমিটির সভাপতি নূরুল মজিদ মাহমুদ হুমায়ুন। বিশেষ আমন্ত্রণে বৈঠকে অংশ নেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী নূরুল ইসলাম। কমিটির সদস্য হুইপ মো. শাহাব উদ্দিন, মো. ইসরাফিল আলম, দিদারুল আলম ও মো. আয়েন উদ্দিন এবং সংশ্লিষ্ট কর্মকর্তারা এ সময় উপস্থিত ছিলেন।

বৈঠকে ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ড বিল নিয়ে আলোচনা শেষে বিলের দফা ৭(১), ৮, ১৪ এবং ১৮-এর কয়েকটি জায়গায় সংশোধনী আনা হয়। সেই সঙ্গে বিলটি পাসের সুপারিশ করে জাতীয় সংসদে চূড়ান্ত প্রতিবেদন দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর আগে ৯ জানুয়ারি প্রবাসী কল্যাণমন্ত্রী জাতীয় সংসদে বিলটি উত্থাপন করেন।

বিলে প্রবাসী ও তাদের ওপর নির্ভরশীলদের সুরক্ষা ও কল্যাণে সুনির্দিষ্ট বিধানের প্রস্তাব করা হয়েছে। বিলটি পাসের সঙ্গে সঙ্গে ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ড প্রতিষ্ঠার প্রস্তাব করা হয়েছে। বিলে এ বোর্ড পরিচালনার জন্য সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সচিবকে সভাপতি করে ১৬ সদস্যের পরিষদ গঠনের কথা বলা হয়েছে।

বিলে বোর্ডের কার্যাবলি, নারী অভিবাসী কর্মীদের কল্যাণে বিশেষ দায়িত্ব, পরিচালনা পরিষদের সভা, সভাপতির আপৎকালীন বিশেষ ক্ষমতা, বোর্ডের মহাপরিচালক নিয়োগ, কর্মকর্তা-কর্মচারী নিয়োগ, বোর্ডের তহবিল, হিসাব ও নিরীক্ষা, প্রতিবেদন প্রদান, বিধি ও প্রবিধি প্রণয়নের ক্ষমতাসহ সংশ্লিষ্ট বিষয়ে সুনির্দিষ্ট বিধানের প্রস্তাব করা হয়েছে। এ ছাড়া বিলে ওয়েজ আর্নার্স কল্যাণ তহবিল বিধিমালা-২০০২ রহিত করারও প্রস্তাব করা হয়েছে।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads