• শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪২৯

বিনামূল্যে ৬ লাখ ৭৩ হাজার কোরআন বিতরণ

সংরক্ষিত ছবি

বাংলাদেশ

রমজানে ইসলামিক ফাউন্ডেশনের মাসব্যাপী নানা কর্মসূচি

বিনামূল্যে ৬ লাখ ৭৩ হাজার কোরআন বিতরণ

  • নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত ১৫ মে ২০১৮

পবিত্র মাহে রমজান যথাযোগ্য মর্যাদা ও ভাবগম্ভীর পরিবেশে উদযাপনে মাসব্যাপী ব্যাপক কর্মসূচি নিয়েছে ইসলামিক ফাউন্ডেশন (ইফা)। ইফার মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা প্রকল্পের আওতায় ৬৭ হাজার ৩৬৮টি কেন্দ্রের প্রতিটিতে ১০টি করে ৬ লাখ ৭৩ হাজার ৩৬৮টি পবিত্র কোরআন শরিফ শিশুদের মাঝে বিনামূল্যে বিতরণ করা হবে।

প্রতিষ্ঠানের সহকারী পরিচালক (জনসংযোগ) মুহাম্মদ নিজাম উদ্দিন জানান, ফাউন্ডেশনের মাসব্যাপী নানা কমসূচির মধ্যে রমজানের পবিত্রতা রক্ষায় জনসচেতনতা সৃষ্টিতে আগামীকাল বুধবার সকাল ১০টায় জাতীয় মসজিদ বায়তুল মোকাররম উত্তর গেট থেকে র্যালি শুরু হবে। এ ছাড়া সকল বিভাগীয়, জেলা ও উপজেলা পর্যায়েও অনুরূপ র্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হবে।

জাতীয় মসজিদের পূর্ব সাহানে প্রতিদিন প্রায় ৪ হাজার রোজাদারের ইফতারের ব্যবস্থা থাকবে।

বাদ জোহর তাফসির ও প্রাক তারাবি আলোচনা : মাহে রমজানে বায়তুল মোকাররম জাতীয় মসজিদে প্রতিদিন বাদ জোহর তাফসিরুল কোরআন মাহফিল অনুষ্ঠিত হবে।

কিয়ামুল লাইল : বায়তুল মোকাররম জাতীয় মসজিদে ২০ রমজান দিবাগত রাত থেকে ২৬ রমজান দিবাগত রাত পর্যন্ত প্রতিদিন রাত ১২টা থেকে ৩টার মধ্যে ৭ দিনব্যাপী কিয়ামুল লাইল নামাজে তিলাওয়াতের মাধ্যমে পবিত্র কোরআন শরিফ এক খতম সম্পন্ন করা হবে। রমজান উপলক্ষে বিনামূল্যে পবিত্র কোরআন শিক্ষা : জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে ১ হতে ২৫ রমজান বোগদাদী কায়দায় কোরআন শিক্ষা দেওয়া হবে।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads